ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তান ছেড়ে যুক্তরাষ্ট্রে যেতে চান শতাধিক ক্রিকেটার!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, মে ৯, ২০২১
পাকিস্তান ছেড়ে যুক্তরাষ্ট্রে যেতে চান শতাধিক ক্রিকেটার! ছবি: সংগৃহীত

বিশ্ব ক্রিকেটের প্রভাবশালী সদস্য হওয়া সত্ত্বেও পাকিস্তানের ক্রিকেট কাঠামো ভালো নয়। প্রায়ই স্বজনপ্রীতি, দলাদলির অভিযোগ পাওয়া যায়।

অনেক তরুণ প্রতিভা অকালেই ঝরে যায়। ফলে পাকিস্তানের অনেক ক্রিকেটার ক্যারিয়ার ফেলে বিদেশে পাড়ি জমাতে চান। এই যেমন সামি ইসলাম। গত বছর যুক্তরাষ্ট্রে চলে গেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। এবার তার দাবি, আরও প্রায় শতাধিক পাকিস্তানি ক্রিকেটার যুক্তরাষ্ট্রে চলে যেতে রাজি।  

শক্তিশালী জাতীয় ক্রিকেট দল গঠন করার উদ্দেশ্যে বিভিন্ন দেশের ক্রিকেটারদের আকৃষ্ট করতে চাইছে যুক্তরাষ্ট্র। এমনই একজন সামি ইসলাম। পাকিস্তানের জার্সিতে ১৩ টেস্ট ও ৪টি ওয়ানডে খেলা এই ব্যাটসম্যান বলেন, ‘যুক্তরাষ্ট্রের হয়ে খেলার অনুমতি পেতে তিন বছর লাগবে, ২০২৩ সালের নভেম্বর থেকে আমি খেলার জন্য বিবেচিত হব। দেশ ছেড়ে এসে আমার এক শতাংশ আক্ষেপও নেই। পাকিস্তানের ক্রিকেটে দুই বছর হতাশায় ডুবে থাকার পর এখানে খুবই ভালো আছি। ’ 

আক্ষেপের সুরে তিনি আরও বলেন, ‘গত ৫-৬ বছরে ঘরোয়া ক্রিকেটের সব সংস্করণে পারফর্ম করার পরও নির্বাচকদের উপেক্ষা পেতে পেতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। দলে নেওয়া হলেও দু-এক ম্যাচ খেলিয়ে বাদ দেওয়া হতো। কঠিন কন্ডিশনে পারফর্ম করার পরও বাদ পড়েছি। কেউ কেউ আছে, ১০ ম্যাচে ব্যর্থ হলেও সুযোগ পায়, আমি দুই ম্যাচ খারাপ করলেই বাদ। ’

পাকিস্তানের হয়ে ৭ ফিফটিতে ৩১.৫৮ গড়ে ৭৫৮ রানের মালিক আরও বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি, পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে না থাকা অনেক ক্রিকেটার যুক্তরাষ্ট্রে থিতু হতে চায়। একশর বেশি প্রথম শ্রেণির ক্রিকেটারের ফোন পেয়েছি আমি, তারা সবাই খোঁজখবর নিচ্ছে। এমনকি পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের সেরা পারফরমাররাও এখানে আসতে চায়। কয়েকজন চুক্তি স্বাক্ষরের দ্বারপ্রান্তে। ’

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, মে ০৯, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।