ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপে দল বাড়ানোর সিদ্ধান্ত আইসিসির

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, জুন ২, ২০২১
বিশ্বকাপে দল বাড়ানোর সিদ্ধান্ত আইসিসির

বিশ্বকাপ ক্রিকেটে দল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ২০২৭ সাল ও ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে ১০ দলের বদলে ১৪টি দল অংশ নেবে।

আর ২০২৪ সাল থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ২০টি দল। চ্যাম্পিয়নস ট্রফি বা মিনি ওয়ার্ল্ড কাপও আবার শুরু হচ্ছে।

মঙ্গলবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার বোর্ডের বৈঠক শেষে এসব তথ্য জানানো হয়। এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, ২০২৭ এবং ২০৩১ সালের বিশ্বকাপে মোট ৫৪টি ম্যাচ হবে, খেলবে ১৪টি দল। ২০২৪, ২০২৬, ২০২৮ এবং ২০৩০ সালে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০টি দল খেলবে। সেখানে মোট ৫৫টি ম্যাচ হবে।

২০১৫ সালের বিশ্বকাপে মোট ১৪টি দল খেলেছিল। কিন্তু ২০১৯ বিশ্বকাপে আবার তা কমিয়ে ১০টি দলের করা হয়।

চ্যাম্পিয়নস ট্রফি শেষবার হয়েছিল ২০১৭ সালে। আইসিসি সিদ্ধান্ত নিয়েছে ২০২৫ এবং ২০২৯ সালে আবার এই প্রতিযোগিতা শুরু হবে।

এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ সম্পর্কে আইসিসি জানিয়েছে, আয়োজক দেশ কারা হবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এই মাসেই হবে। তবে এটা নিশ্চিত করে বলা যায়, প্রতিযোগিতা যেখানেই হোক না কেন, ভারতীয় ক্রিকেট বোর্ডই প্রতিযোগিতার আয়োজক হিসেবে থাকবে।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, জুন ০২, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।