ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অভিষেকেই ডাবল সেঞ্চুরির ইতিহাস কনওয়ের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, জুন ৩, ২০২১
অভিষেকেই ডাবল সেঞ্চুরির ইতিহাস কনওয়ের ডেভন কনওয়ে/সংগৃহীত ছবি

অভিষেক টেস্টেই সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড বইয়ে জায়গা জায়গা করে নিয়েছিলেন ডেভিড কনওয়ে। এবার সেই সেঞ্চুরিকে ডাবলে পরিণত করে অর্জনটাকে আরও বড় করলেন নিউজিল্যান্ডের তরুণ এই ব্যাটসম্যান।

ম্যাথু সিনক্লেয়ারের পর নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে অভিষেক টেস্টে ডাবল সেঞ্চুরির দেখা পেলেন কনওয়ে। শুধু কি তাই, প্রথম ব্যাটসম্যান হিসেবে ইংল্যান্ডের মাটিতে টেস্ট অভিষেকে ডাবল হাঁকানোর কীর্তিও এখন তার।

চলতি টেস্টের প্রথম দিনে সেঞ্চুরির দেখা পান কনওয়ে। এর মাধ্যমে ‘ক্রিকেটের মক্কা’ খ্যাত লর্ডসে প্রথম খেলোয়াড় হিসেবে টেস্ট ক্যারিয়ারের প্রথম দিনে সেঞ্চুরি হাঁকানোর কীর্তিও গড়েন তিনি।

প্রথম দিন শেষে ১৩৬ রানে অপরাজিত থাকা কনওয়ে দ্বিতীয় দিনে সপ্তম ব্যাটসম্যান হিসেবে অভিষেক টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকানোর নজির স্থাপন করেন। সর্বশেষ এই কীর্তিতে নাম লেখান ওয়েস্ট ইন্ডিজের কাইল মেয়ার্স। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে নিজের অভিষেক টেস্টে অপরাজিত ২১০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই ক্যারিবীয় ব্যাটসম্যান।

মজার ব্যাপার হচ্ছে, প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগে কখনোই ইনিংস ওপেন করতে নামেননি। কিন্তু লর্ডসে বাঁহাতি এই ব্যাটসম্যান যথেষ্ট আত্মবিশ্বাসী ব্যাটিং করেছেন। হেনরি নিকোলসের সঙ্গে চতুর্থ উইকেট জুটিতে তিনি যোগ করেন ১৭৪ রান।

কনওয়ে অবশ্য ডাবল হাঁকানোর পরই রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। ৩৪৭ বল খেলে ইনিংসটি তিনি ২২টি চার ও ১ ছক্কায় সাজিয়েছেন। তার ওই ইনিংসে ভর করে কিউইরা প্রথম ইনিংসে ৩৭৮ রান সংগ্রহ করে। জবাবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিজেদের প্রথম ইনিংসে ২ উইকেট হারিয়ে ২৫ রান সংগ্রহ করেছে।

অন্যদিকে ইংল্যান্ডের হয়ে অভিষেকেই বল হাতে ৪ উইকেট তুলে নিয়েছেন পেসার রবিনসন। এছারা মার্ক উড ৩ এবং জেমস অ্যান্ডারসন ২ উইকেট নিয়েছেন।  

অভিষেক টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকানো ব্যাটসম্যানরা হলেন:

রেগ ফস্টার (ইংল্যান্ড)- ২৮৭ 
জ্যাক রুডলফ (দক্ষিণ আফ্রিকা)- ২২২ 
লরেন্স রোয়ি (উইন্ডিজ)- ২১৪ 
ম্যাথু সিনক্লেয়ার (নিউজিল্যান্ড)- ২১৪ 
কাইল মেয়ার্স (উইন্ডিজ)- ২১০ 
ব্রেন্ডন কুরুপ্পু (শ্রীলঙ্কা)- ২০১* 
ডেভিড কনওয়ে- ২০০

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, জুন ০৩, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।