ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাথায় গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে ডু প্লেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, জুন ১৩, ২০২১
মাথায় গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে ডু প্লেসি

হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার ফাফ ডু প্লেসিকে। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচে খেলার সময় সতীর্থ মুহাম্মদ হাসনাইনের হাঁটু তার মাথায় লাগে।

মাঠ থেকে সঙ্গে সঙ্গে বের করে নিয়ে যাওয়া হয় তাকে। পরে আবু ধাবির হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।

কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এবং পেশোয়ার জালমির মধ্যে খেলা চলছিল। পেশোয়ার ব্যাট করার সময় সপ্তম ওভারে এই ঘটনা ঘটে। সীমানার ধারে বল আটকাতে গিয়ে হাসনাইনের হাঁটু এসে লাগে ডু প্লেসির মাথায়। সেই সময় ব্যাট করছিলেন ডেভিড মিলার। স্বদেশীয় ডু প্লেসিকে পড়ে থাকতে দেখে সকলের দৃষ্টি আকর্ষণ করেন সেই দিকে। নিজেই এগিয়ে যান ডু প্লেসির কী হয়েছে দেখার জন্য।

ডু প্লেসি বেরিয়ে গেলে তার পরিবর্তে সাইম আইয়্যুবকে নামানো হয় কনকাশন হিসেবে। প্রথমে ব্যাট করে পেশোয়ার ১৯৭ রান করে ৫ উইকেট হারিয়ে। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৬ রান তুলতে সক্ষম হয় কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। এতে ৬১ রানের জয় পায় পেশোয়ার।

বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, জুন ১৩, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।