ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

১৮ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, জুন ২৭, ২০২১
১৮ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে নিউজিল্যান্ড

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর ৬ বছর কোনো আন্তর্জাতিক দল পাকিস্তান সফরে যায়নি। তবে সম্প্রতি জিম্বাবুয়ে-বাংলাদেশ-শ্রীলঙ্কা সেই দেশে গিয়ে খেলে এসেছে।

এবার জানা গেল, প্রায় ১৮ বছর পর নিউজিল্যান্ড ক্রিকেট দলও পাকিস্তান সফরে যাবে।

সর্বশেষ ২০০৩ সালে পাকিস্তানের মাটিতে খেলেছিল কিউইরা। সেই সফরে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে তখনকার নিউজিল্যান্ড দল ধবলধোলাই হয়েছিল।  

পাকিস্তান সফর নিয়ে নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেছেন, 'আমরা পাকিস্তান সফরে যেতে চাই। সে লক্ষ্যে আমরা পিসিবি ও সরকারি সংস্থাগুলোর সঙ্গে কাজ করছি। সবকিছু ঠিকঠাক এগোচ্ছে। সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমরা সন্তুষ্ট। আমার বিশ্বাস, আমরা পাকিস্তান সফরে যাব। '

জানা গেছে, সব কিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে পাকিস্তান সফরে যাবে সদ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শিরোপাজয়ী কেন উইলিয়ামসন বাহিনী। ওই সফরে ৫ ম্যাচের টি-টোয়েন্টি ও ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা আছে। এর আগে সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে কিউইরা।  

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, জুন ২৭, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।