ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চলে গেলেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার যশপাল শর্মা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, জুলাই ১৩, ২০২১
চলে গেলেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার যশপাল শর্মা

ভারতের ১৯৮৩ বিশ্বকাপজয়ী ক্রিকেটার যশপাল শর্মা মারা গেছেন। কার্ডিয়াক অ্যারেস্টে মঙ্গলবার নয়া দিল্লিতের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়ে ও একটি ছেলে রেখে গেছেন।

যশপালের ভারতীয় সাবেক এক সতীর্থ সংবাদ সংস্থা পিটিআইকে এই খবর নিশ্চিত করে বলেন, ‘হ্যাঁ, যশপাল আমাদের মাঝে আর নেই। আমরা তার পরিবারের কাছ থেকেই এই তথ্য পেয়েছি। ’

খেলোয়াড়ি জীবনে যশপাল ভারতের হয়ে ৩৭টি টেস্ট ও ৪২টি ওয়ানডে খেলেছেন। যেখানে যথাক্রমে ১৬০৬ ও ৮৮৩ রান করেছেন। ডানহাতি এই ব্যাটসম্যান তার আক্রমণাত্মক ব্যাটিংয়ে কারণে পরিচিত ছিলেন। ১৯৮৩ বিশ্বকাপে ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে তার কার্যকরী ফিফটি আজও সমর্থকদের মনে জায়গা করে আছে।

যশপাল ২০০০ সালের শুরুতে ভারতীয় জাতীয় দলের নির্বাচকের দায়িত্বও পালন করেছিলেন।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।