ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বের ৮ ‘ইউনিক’ ক্রিকেটারের তালিকায় সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, জুলাই ১৭, ২০২১
বিশ্বের ৮ ‘ইউনিক’ ক্রিকেটারের তালিকায় সাকিব

রেকর্ড গড়াকে সাধারণ ব্যাপারে পরিণত করে ফেলেছেন সাকিব আল হাসান। সর্বশেষ মাশরাফি বিন মর্তুজাকে ছাড়িয়ে ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন তিনি।

শুধু কি তাই, বিশ্বসেরা অলরাউন্ডারের সাফল্যের মুকুটে নতুন আরও একটি পালক যুক্ত হয়েছে।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের ১৫৫ রানে হারিয়েছে সফরকারী বাংলাদেশ। ম্যাচে সাকিব একাই নেন ৫ উইকেট। আর তাতে বিশ্বের ‘ইউনিক’ ৮ ক্রিকেটারের তালিকায় যুক্ত হয়েছেন বাংলাদেশ দলের প্রাণভোমরা। এই ৮ ক্রিকেটার বাকি সবার থেকে আলাদা।

বিষয়টা তাহলে খোলাসা করা যাক। এ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ৫২৬৯ ক্রিকেটার। কিন্তু রান এবং উইকেটের কম্বিনেশনে আন্তর্জাতিক ক্রিকেটে ৮ জন ইউনিক খেলোয়াড় আছেন, যারা বাকি ৫২৬১ জনের চেয়ে আলাদা। এই ৮ জন ক্রিকেটার ইউনিক বা অনন্য কারণ তাদের সঙ্গে রান এবং উইকেট দুটোতেই এগিয়ে থাকা কোনো ক্রিকেটার পাওয়া যাবে না।

এবার আসা যাক, সাকিব কেন ‘ইউনিক’ সেই প্রশ্নের উত্তরে। আন্তর্জাতিক ক্রিকেটে এই অলরাউন্ডারের বর্তমান সংগ্রহ ১১৯৭৪ রান ও ৫৮১ উইকেট। তার চেয়ে বেশি রান রয়েছে ৬১ জনের। আবার সাকিবের চেয়ে বেশি উইকেট আছে ২৪ জন বোলারের। কিন্তু যাদের রান সাকিবের চেয়ে বেশি তাদের উইকেট সাকিবের চেয়ে কম। আবার যাদের উইকেট সাকিবের চেয়ে বেশি, তাদের রান সাকিবের চেয়ে কম।

সাকিব ছাড়া বিশ্বের বাকি ৭ ইউনিক ক্রিকেটার হলেন- শচীন টেন্ডুলকার, জ্যাক ক্যালিস, কপিল দেব, শন পোলক, ওয়াসিম আকরাম, শেন ওয়ার্ন ও মুত্তিয়া মুরালিধরন। এরা প্রত্যেকে রান-উইকেটের কম্বিনেশনে বিশ্বের যেকোনো ক্রিকেটারের চেয়ে এগিয়ে।

জিম্বাবুয়ের বিপক্ষে ৫ উইকেট নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের উইকেটসংখ্যা বাড়িয়ে ৫৮১’তে পরিণত করেছেন সাকিব। যার ফলে উইকেটসংখ্যায় ছাড়িয়ে গেছেন জ্যাক ক্যালিসকে (৫৭৭) এবং জায়গা পেয়ে গেছেন ইউনিক ক্রিকেটারের তালিকায়।  

রান এবং উইকেটের কম্বিনেশনের দিক থেকে বিশ্বের 'ইউনিক' ৮ ক্রিকেটারের তালিকা-

১. শচীন টেন্ডুলকার (ভারত): ৩৪৩৫৭ রান ও ২০১ উইকেট

২. জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা): ২৫৫৩৪ রান ও ৫৭৭ উইকেট

৩. সাকিব আল হাসান (বাংলাদেশ): ১১৯৭৪ রান ও ৫৮১ উইকেট

৪. কপিল দেব (ভারত): ৯০৩১ রান ও ৬৮৭ উইকেট

৫. শন পোলক (দক্ষিণ আফ্রিকা): ৭৩৮৬ রান ও ৮২৯ উইকেট

৬. ওয়াসিম আকরাম (পাকিস্তান): ৬৬১৫ রান ও ৯১৬ উইকেট

৭. শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া): ৪১৭২ রান ও ১০০১ উইকেট

৮. মুত্তিয়া মুরালিধরন (শ্রীলঙ্কা): ১৯৩৬ রান ও ১৩৪৭ উইকেট

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুলাই ১৭, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।