ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়ার পেস আক্রমণে ভীত নয় বাংলাদেশ: ডমিঙ্গো

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, আগস্ট ১, ২০২১
অস্ট্রেলিয়ার পেস আক্রমণে ভীত নয় বাংলাদেশ: ডমিঙ্গো মিরপুরে ডমিঙ্গো। ছবি: শোয়েব মিথুন

শক্তিমত্তার কথা চিন্তা করলে বাংলাদেশ থেকে অনেক এগিয়ে অস্ট্রেলিয়া। তবে ঘরের মাঠে খেলা বলেই আশা দেখছে টাইগাররা।

যদিও দুদলেরই বেশ কয়েকজন সেরা ক্রিকেটার পাঁচ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজে নেই।

অজিদের মূল দলের কিছু ব্যাটসম্যান অনুপস্থিত থাকলেও অবশ্য বোলিংয়ে রয়েছেন মিচেল স্টার্ক ও জস হ্যাজেলউডের মতো পূর্ণশক্তির পেসাররা। অবশ্য তাদের নিয়েও ভয় পাচ্ছেন না বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। রোববার (০১ আগস্ট) শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রস্তুতি শেষে সংবাদমাধ্যমকে এমনটি জানান ডমিঙ্গো।

তিনি বলেন, ‘স্টার্ক ও হ্যাজেলউড দু’জনই খুব ভালো বোলার। তাদের কয়েকটি ফুটেজ দেখেছি আমরা। কিন্তু দিন শেষে খেলা হবে বল দিয়েই, মানুষ দিয়ে না। অজি পেসাররা যেহেতু মানুষ, তারা কিছু খারাপ বল করবেই। আমরা খুব মনোযোগ দিয়ে বলগুলো প্রত্যক্ষ করবো এবং সেই সুযোগ কাজে লাগাবো। ’

ডমিঙ্গো আরও বলেন, ‘আমরা জানি অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাস খুবই ভালো। কিন্তু যাদের জন্য এ ইতিহাস, এ সিরিজে তারা থাকছে না। আমরা অবশ্যই তাদের বিপক্ষে এগিয়ে থেকে এ সিরিজ আমাদের করে নেব। আর কোচ হিসেবে আমি খুবই আশাবাদী যে ভালো খেললে আমরা সহজেই অস্ট্রেলিয়াকে হারাতে পারবো। আমি মনে করি না এ বিষয়টি মানসিকভাবে বড় কোনো চাপ সৃষ্টি করবে। ’

টি-টোয়েন্টিতে নিজেদের মাঠে মাত্র একবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সে ম্যাচটিতে ৭ উইকেটের ব্যবধানে হারে টাইগাররা। আর এবারই প্রথমবারের মতো অষ্ট্রেলিয়ার বিপক্ষে দ্বি-পাক্ষিক সিরিজে মুখোমুখি হবে তারা।

এর আগে হেড টু হেডে ৪ ম্যাচ খেলে সবগুলোই হেরেছে বাংলাদেশ। সবগুলো ম্যাচই ছিলো টি-টোয়েন্টি বিশ্বকাপের।

গত ম্যাচগুলোর পারফরম্যান্সের ব্যাপারে ডমিঙ্গো বলেন, ‘আমি জানি না এর আগে অস্ট্রেলিয়ার সাথে কয়টি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। দলের ক্রিকেটারদের থেকে জানতে পারলাম অল্প ক’টি ম্যাচ খেলেছে অজিদের বিপক্ষে। তবে আমরা সিরিজ জেতার জন্যই লড়বো, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাছাড়া আমরা শুধু প্রতিযোগিতা করতে মাঠে নামবো না, বরং আমরা নিশ্চিত অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত শুরু করবো এবং দিন শেষে সিরিজ জিতে নেব। ’

এদিকে বাংলাদেশ দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিমের ব্যাপার নিয়ে হতাশ ডমিঙ্গো। ক্রিকেট অস্ট্রেলিয়ার দেয়া ১০ দিন কোয়োরেন্টিনে থাকার পাশাপাশি মহামারির জন্য দেয়া প্রটোকল বাড়ানোর জন্য প্রস্তাবে রাজি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাবা-মায়ের অসুস্থতার কারণে জিম্বাবুয়ে সফর থেকে হুট করেই দেশে ফেরেন এ ব্যাটসম্যান। এ কারণেই তার কোয়ারেন্টিনে থাকা মাথায় নেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। বিসিবি এ ব্যাপারে অনুরোধ করলেও সম্মতি দেয়নি তারা।

মুশফিক না থাকার ব্যাপারে হতাশা ব্যক্ত করে ডমিঙ্গো বলেন, ‘আমি জানিনা মুশফিকের ব্যাপারে কিরকম আজব নিয়ম চাপিয়েছে অস্ট্রেলিয়া। এটা খুবই হতাশাজনক। ’

আগামী ৩ আগস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফরকারীদের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি খেলতে মাঠে নামবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, আগস্ট ০১, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।