ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লাইফ সাপোর্টে সাবেক কিউই অধিনায়ক

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
লাইফ সাপোর্টে সাবেক কিউই অধিনায়ক

নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ক্রিস কেয়ার্নস গুরুতর অসুস্থ হয়ে অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।

মঙ্গলবার (১০ আগস্ট) দেশটির সংবাদমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ড জানিয়েছে, গত সপ্তাহে অস্ট্রেলিয়ার ক্যানবেরায় (তিনি যেখানে থাকেন) `এওরটিক ডিসেকশান’ নামক গুরুতর একটি রোগে আক্রান্ত হওয়ায় ‘লাইফ সাপোর্টে’ নিয়ে যাওয়া হয় সাবেক এ কিউই অধিনায়ককে।

সেখানে আশানুরূপ চিকিৎসা না পাওয়ায় তাকে সিডনির একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।

২০০৪ সালে টেস্ট থেকে বিদায় নেয়ার দু’বছর পর এ অল-রাউন্ডার সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন। এরপর অবশ্য ধারাভাষ্যকার হিসেবে ক্রিকেটে জড়িত ছিলেন। নিউজিল্যান্ডের হয়ে সাবেক এ অধিনায়ক ৬২টি টেস্ট ও ২১৫টি ওয়ানডে ম্যাচ খেলেন।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।