ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

১৬ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
১৬ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে ইংল্যান্ড সংগৃহীত ছবি

দীর্ঘ ১৬ বছর পর পাকিস্তান সফর করবে ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দল। আর প্রথমবারের মতো যাচ্ছে ইংলিশ নারী ক্রিকেট দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে চলতি বছরের অক্টোবর মাসে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ইংল্যান্ড ও পাকিস্তানের পুরুষ দল। একই মাঠে দুই ম্যাচের টি-২০ সিরিজ এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান ও ইংল্যান্ডের নারী দল।  

আজ (১৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রথমে ৯ অক্টোবর পাকিস্তানের মাটিতে পা রাখবে ইংলিশরা। ১৩ অক্টোবর প্রথম টি-২০ এবং ১৪ অক্টোবর দ্বিতীয় টি-২০ ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান-ইংল্যান্ড পুরুষ দল। একই দিনে মাঠে নামবে দুই দেশের নারী দলও। টি-২০ সিরিজ শেষে ১৫ অক্টোবর পাকিস্তান ছাড়বে ইংল্যান্ড পুরুষ দল।  

আগামী ১৭, ১৯ ও ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে পাকিস্তান নারী দল এবং ইংল্যান্ড নারী দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এ ব্যাপারে পিসিবির সিইও ওয়াসিম খান বলেন, ‘২০০৫ সালের পর আমরা ইংল্যান্ডের পুরুষ দলকে এবং প্রথমবারের মতো পাকিস্তান সফর করতে যাওয়া ইংল্যান্ডের প্রমীলা দলকে স্বাগত জানাতে পারে আনন্দিত। ’ 

একনজরে ইংলিশদের পাকিস্তান সফরসূচী -

১৩ অক্টোবর: প্রথম টি-২০, পাকিস্তান নারী দল বনাম ইংল্যান্ড নারী দল এবং পাকিস্তান পুরুষ দল বনাম ইংল্যান্ড পুরুষ দল।  

১৪ অক্টোবর: দ্বিতীয় টি-২০, পাকিস্তান নারী দল বনাম ইংল্যান্ড নারী দল এবং পাকিস্তান পুরুষ দল বনাম ইংল্যান্ড পুরুষ দল।  

১৭ অক্টোবর: প্রথম ওয়ানডে, পাকিস্তান নারী দল বনাম ইংল্যান্ড নারী দল।  

১৯ অক্টোবর: দ্বিতীয় ওয়ানডে, পাকিস্তান নারী দল বনাম ইংল্যান্ড নারী দল।  

২১ অক্টোবর: তৃতীয় ওয়ানডে, পাকিস্তান নারী দল বনাম ইংল্যান্ড নারী দল।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।