ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তান ওয়ানডে দলে ৪ নতুন মুখ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২১
পাকিস্তান ওয়ানডে দলে ৪ নতুন মুখ

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। যেখানে নতুন মুখ হিসেবে ৪ ক্রিকেটারকে নেওয়া হয়েছে।

এরা হলেন, মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিম, শাহনাওয়াজ দাহানি ও জাহিদ মাহমুদ।

দলে ফিরেছেন ইফতিখার আহমেদ ও খুশদিল শাহ। তবে গত জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে থাকা সালমান আলী আঘা, সরফরাজ আহমেদ ও শোয়েব মাকসুদ বাদ পড়েছেন। সেই সিরি হ্যামিস্ট্রিং ইনজুরির কারণে সরে দাঁড়ানো হারিস সোহেলও বাদ পড়েছেন।

দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তান সফর করছে নিউজিল্যান্ড। যেখানে ৩ ম্যাচ ওয়ানডে মাঠে গড়াবে ১৭, ১৯ ও ২১ সেপ্টেম্বর। প্রতিটি ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে। এরপর লাহোরে গড়াবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

এই সিরিজে ২৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। ফলে রাওয়ালপিন্ডিতে সাড়ে ৪ হাজার দর্শক মাঠে বসে খেলা দেখতে পারবেন।

পাকিস্তান ওয়ানডে দল: বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, আব্দুল্লাহ শফিক, সৌদ শাকিল, খুশদিল শাহ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হারিস, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম, ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, উসমান কাদির, জাহিদ মাহমুদ, শাহীন শাহ আফ্রিদি, হাসান আলী, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, শাহনাওয়াজ দাহানি।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।