ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিজের প্রতি আস্থা আছে জয়ের, চ্যালেঞ্জ নিতে চান রেজা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
নিজের প্রতি আস্থা আছে জয়ের, চ্যালেঞ্জ নিতে চান রেজা ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের সদস্য মাহমুদুল হাসান জয়। ঘরোয়া ক্রিকেটেও নিজের যোগ্যতা প্রমাণ করেছেন তিনি।

এবার সুযোগ হলো বাংলাদেশ দলে। পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট দলে জায়গা হয়েছে তার। সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে চান তিনি।  

বিসিবি থেকে পাঠানো ভিডিও বার্তায় মাহমুদুল হাসান জয় জানান তার অনুভূতির কথা।  

দলে সুযোগ পেয়ে খুবই উচ্ছ্বসিত জানিয়ে জয় জানান, ‘প্রথমবারের মত টেস্ট দলে সুযোগ পেয়েছি। সবারই স্বপ্ন থাকে বাংলাদেশ দলের হয়ে খেলবে। এই অনুভূতি আসলেই ভাষায় প্রকাশ করার মতো না।

নিজের প্রতি আস্থা রয়েছে জানিয়ে জয় জানান, জাতীয় লিগের কয়েকটা ইনিংস ভালো হয়েছে। সামনের খেলাগুলোতে ভালো করতে মানসিক ভাবে প্রস্তুত রয়েছি। পকিস্তান দল নিয়ে আলাদা কোনো পরিকল্পনা নেই। আমরা স্বাভাবিক খেলাটাই খেলতে চাই।  

দলে ডাক পাওয়া অরেক নতুন মুখ রেজাউর রহমান রেজা।

চ্যালেঞ্জে নিতে পছন্দ করেন জানিয়ে এ ক্রিকেটার বলেন, বড় ভাইদের কাছ থেকে অনুপ্রেরণা পাই। তাদের কাছ থেকে উৎসাহিত হয়ে পেস বোলার হয়েছি।

দীর্ঘ সময় একই ছন্দে বল করতে পারা বা একজায়গায় বল করতে পারা বড় শক্তি বলছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।