ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চলে গেলেন পাকিস্তানের ঘরোয়ায় ৪০০ করা আফতাব

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২২
চলে গেলেন পাকিস্তানের ঘরোয়ায় ৪০০ করা আফতাব

১৯৭০ দশকে ঘরোয়া ক্রিকেটের জায়ান্ট তিনি, মাত্র দ্বিতীয় পাকিস্তানি হিসেবে যার ঘরোয়া ক্রিকেটে ৪০০ রানের ইনিংস আছে। ৬৮ বছর বয়সে চলে গেলেন এই কিংবদন্তি আফতাব বালুচ।

১৯৭৩-৭৪ করাচিতে কয়েদ-ই-আজম ট্রফিতে বালুচিস্তানের বিপক্ষে সিন্ধের অধিনায়ক হিসেবে ৪২৮ রান করেছিলেন বালুচ। সেসময়কার তরুণ ব্যাটার জাভেদ মিয়াঁদাদের সঙ্গে পঞ্চম উইকেট জুটিতে করেছিলেন ১৭৪ রান।

বালুচ সেসময় ছুঁয়েছিলেন আরেক পাকিস্তানি গ্রেট হানিফ মোহাম্মদের রেকর্ড। যেখানে তারও ১৫ বছর আগে প্রথম পাকিস্তানি হিসেবে ঘরোয়া প্রথম শ্রেণির ম্যাচে কোয়াড্রাপল (৪৯৯) করেছিলেন হানিফ।

প্রথম শ্রেণির ম্যাচে এমন আরও দুর্দান্ত কিছু ইনিংস আছে বালুচের। মোট ১৭২ ম্যাচে তিনি ২০টি সেঞ্চুরি ও ৪৫টি হাফসেঞ্চুরিসহ ৯১৭১ রান করেছেন।

যদিও জাতীয় দল আফতাবের জন্য আফসোস হয়ে থাকবে। কেননা দেশের হয়ে মাত্র ২টি টেস্ট খেলতে পেরেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৯৬৯ সালে ঢাকার মাঠে প্রথম টেস্ট খেলার পর আরও ৬ বছর পর লাহোরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলেন।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২২
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।