ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘ফিরে আসুন তামিম ভাই’

মিনহাজুল ইসলাম,স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
‘ফিরে আসুন তামিম ভাই’

চট্টগ্রাম: তামিম ইকবাল-নামটাই তো যথেষ্ট। এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ দল মানেই তো বাঁহাতি ওপেনারের অনিবার্য উপস্থিতি।

সেই তামিমকে কিনা গত কয়েক বছর ধরে শুনতে হচ্ছিল-‘টি-টোয়েন্টিতে চলে না। ’ 

এমন কথায় রাগ-দুঃখ-অভিমানেই কিনা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আর ফিরতে চান না তামিম। সেটি হয়তো অন্য কথা। তবে সেই ঘোষণার পরদিন গতকাল শুক্রবার (২৮ জানুয়ারি) দুরন্ত এক সেঞ্চুরিতে সমালোচনার সব জবাবও যেন দিয়ে দিলেন চট্টগ্রামের গর্বিত সন্তান।

তামিমের এই শতরানের পর বন্দরনগরীর তামিমভক্তরা আবারও আশার বসতি গেড়েছেন। সেটি হলো বাঁহাতি ওপেনারকে আবারও টি-টোয়েন্টি দলে দেখতে চাওয়া। আজ শনিবার (২৯ জানুয়ারি)  চট্টগ্রামের এখানে-ওখানে ঘুরে ফিরে এমন ভক্তদের অনেককেই পাওয়া গেল। সবারই একটাই কথা-‘তামিম ভাইকে যেকোনোভাবে ফিরিয়ে আনা হোক। ’

চকবাজার এলাকায় পাওয়া গেল কয়েকজন তামিমভক্তকে। তাদেরই একজন সাজ্জাত হোসেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এই তরুণ বললেন, ‘চট্টগ্রামের ছেলে চট্টগ্রামের মাঠে সেঞ্চুরি করেছে, সেটা আমাদের জন্য অনেক আনন্দের। কিন্তু দু:খের বিষয় তামিম ভাই কেন জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন না? তামিম ভাইয়ের ম্যাচ খেলার সব যোগ্যতা রয়েছে।  রাগ-অভিমান বাদ দিয়ে জাতীয় দলের হয়ে  টি-টোয়েন্টি খেলার আহ্বান জানাই। জাতীয় দলের হয়ে ম্যাচ খেললে দেশের জন্য ভালো কিছু উপহার দেবেন তিনি। '

মিলন নামে এক বেসরকারি চাকরিজীবী বলেন, ‘টি-টোয়েন্টি থেকে তামিমের সাময়িক অবসর নেয়া উচিত হয়নি। গতকাল শুক্রবার তার সেঞ্চুরি সেটাই বলছে। চট্টগ্রামের ক্রীড়াপ্রেমী সকলেই এই বিষয়ে বেশ ক্ষুব্ধ; তারা সবসময় চায় যেন তামিম অন্তত টি-টোয়েন্টি ও ওয়ানডে ফরম্যাটে খেলেন। তিনি একজন মারকুটে ব্যাটসম্যান। টি-টোয়েন্টি থেকে তার অবসরে যাওয়াটা একেবারেই উচিত হবে না। বরং তিনি যদি চান টেস্ট থেকে অবসর নিতে পারেন। ’

কাল রাত থেকে তামিমের বেড়ে ওঠার ঠিকানা কাজির দেউড়িতেও সবাই বলাবলি করছিলেন। সবারই যেন একটাই আহ্বান-‘ফিরে আসুন তামিম ভাই। ’ সেই তাদেরই একজন স্থানীয় দোকানদার আবদুল আজিজ। ছোট বেলা থেকেই তামিমকে চেনেন এই ব্যবসায়ী। সেসব স্মৃতি টেনে আজিজ বললেন, ‘আমাদের চোখের সামনে থেকেই তামিম আন্তর্জাতিক তারকা হয়ে গেলেন। আমাদের কতশত আনন্দ দিয়েছেন। আমরা আরও অনেকদিন তার ব্যাটে চড়ে আনন্দ পেতে চাই। তামিম ভাই প্লিজ টি-টোয়েন্টিতে ফিরে আসুন। ’ ভক্তদের ‘আর্তনাদ’ শুনতে পাচ্ছেন তো তামিম?

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।