ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২২
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরপরই আফগানিস্তানের বিপক্ষে নতুন বছরের প্রথম আন্তর্জাতিক সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ দল। বিপিএল চলাকালীন চলতি মাসের ১২ তারিখ বাংলাদেশে পৌঁছাবে আফগানরা।

২৩ তারিখ শুরু হবে ওয়ানডে সিরিজ।

সুপার লিগের অন্তর্ভুক্ত ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টায়।  ২৮ ফেব্রুয়ারি ওয়ানডে সিরিজ শেষে দুই দল ফিরে আসবে ঢাকায়। ২ এবং ৫ মার্চ মিরপুর শেরে বাংলায় অনুষ্ঠিত হবে দুটি টি-টোয়েন্টি ম্যাচ। ম্যাচগুলো শুরু হবে বেলা ৩টায়। এই সিরিজে ডিআরএস থাকছে। তবে দর্শক রাখা হবে কিনা- সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

সর্বশেষ ২০১৯ সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল আফগানিস্তান। সেই যাত্রায় খেলা একমাত্র টেস্টে তারা বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল। এর আগে ২০১৬ সালে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল আফগানরা। যুদ্ধবিধ্বস্ত দেশটি স্পিন আক্রমণে সমৃদ্ধ। তাদের অন্যতম সেরা স্পিনার মুজিব উর রহমান বিপিএলে খেলছেন। বাংলাদেশের স্পিন বান্ধব কন্ডিশনে লড়াইটা স্পিনারদের মাঝেই হবে বলে মনে করছেন অনেকে।

একনজরে বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের সূচি:
২৩ ফেব্রুয়ারি | প্রথম ওয়ানডে | চট্টগ্রাম
২৫ ফেব্রুয়ারি | দ্বিতীয় ওয়ানডে | চট্টগ্রাম
২৮ ফেব্রুয়ারি | তৃতীয় ওয়ানডে | চট্টগ্রাম
৩ মার্চ | প্রথম টি-টোয়েন্টি | ঢাকা
৫ মার্চ | দ্বিতীয় টি-টোয়েন্টি | ঢাকা

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।