ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

ক্রিকেট

নিজেকে খেলার জন্য ফিট মনে করেন নাসির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
নিজেকে খেলার জন্য ফিট মনে করেন নাসির

আজকাল মাঠের বাইরের বিতর্কিত ঘটনার কারণেই বেশি উচ্চারিত হয় নাসির হোসেনের নাম। অথচ তার ক্যারিয়ার ছিল সম্ভাবনাময়।

কিন্তু বিতর্ক এই অলরাউন্ডারের ক্যারিয়ারটাই প্রায় শেষ করে দিয়েছে। এমনকি ঘরোয়া ক্রিকেটেও আর আগের মতো কদর নেই তার। তবে এখনও নিজেকে খেলার জন্য ফিট মনে করেন তিনি।

গত বছরের শেষে জাতীয় লিগে খেলার পর নাসির এবার খেলতে যাচ্ছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল)। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে মাঠে নামার অপেক্ষায় থাকা নাসির এখন নিয়মিত অনুশীলন করে যাচ্ছেন।

আজ রোববার মিরপুর শের-ই-বাংলার ইনডোরে অনুশীলন শেষে নাসির কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। তিনি জানান, মাঠে আসার পর ব্যক্তিগত জীবনের কথা তিনি ভুলে যান। জয় পাওয়াই তার একমাত্র লক্ষ্য, 'আমি সবখানেই জিততে চাই। যেহেতু আমি খেলোয়াড়, আমি কখনোই হারার জন্য খেলি না। ওইটা আমার ব্যক্তিগত জীবন, ওইটা মাঠের বাইরেই আছে। তাই এটা নিয়ে এখন কথা বলতে চাচ্ছি না। প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে, প্রিমিয়ার লিগ নিয়েই কথা বলব। '

নিয়মিত খেলায় না থাকলেও নাসির নিজেকে ডিপিএলের জন্য প্রস্তুত এবং ফিট মনে করছেন, 'অবশ্যই প্রিমিয়ার লিগ খেলার জন্য নিজেকে ফিট মনে করছি। মানসিকভাবেও অবশ্যই ফিট। এটা এমন একটা জায়গা, ব্যাটিংয়ে নামলে মনে হয় না কোনো খেলোয়াড়ের মাথায় অন্য কোনো চিন্তা আসে। বোলিং, ফিল্ডিংয়ের ক্ষেত্রেও তাই। এটা আমার পেশাদার জীবন। মানসিক যে কথা বললেন সেটা ব্যক্তিগত জীবন। এটা আর ওটা আমি কখনোই এক করি না। এখানে এলে ওই জিনিস ভুলে যাই, ওখানে গেলে এই জিনিস ভুলে যাই। '

দীর্ঘ চার বছর ধরে জাতীয় দলের ধারেকাছেও নেই নাসির। ২০১৮ সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ওয়ানডে ফরম্যাটে। জাতীয় দলে ফেরার লড়াই নিয়ে ৩০ বছর বয়সী অলরাউন্ডার বলেন, 'আমি চেষ্টা করি যেখানে খেলি না কেন, পারফর্ম করার জন্য। আমার মতো সব ক্রিকেটারই খেলতে চায় জাতীয় দলে। আমিও খেলতে চাই জাতীয় দলে। কিন্তু এটার একটা প্রসেস আছে, পারফর্ম করেই এই জায়গায় খেলতে হবে। তাই পারফর্ম করার দিকেই ফোকাস বেশি থাকে। '

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।