ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্যাটারদের জন্য প্রস্তুতিটা ভালো ছিল: মোসাদ্দেক

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, জুন ১১, ২০২২
ব্যাটারদের জন্য প্রস্তুতিটা ভালো ছিল: মোসাদ্দেক

দুই ম্যাচ টেস্ট সিরিজের কঠিন পরীক্ষা সামনে। এর আগে তিনদিনের প্রস্তুতি ম্যাচ।

শুক্রবার থেকে শুরু হওয়া ম্যাচটিতে সেঞ্চুরি পেয়েছেন উদ্বোধনী ব্যাটার তামিম ইকবাল, হাফ সেঞ্চুরি এসেছে নাজমুল হোসেন শান্তর ব্যাটেও।  

প্রথম দিনের খেলা শেষে ১৪০ রান করা তামিম ইকবালের সঙ্গে অপরাজিত আছেন ৬ রান করা মোসাদ্দেক হোসেন। এক ভিডিও বার্তায় এই অলরাউন্ডার জানিয়েছেন, ব্যাটারদের জন্য প্রস্তুতিটা বেশ ভালোই হয়েছে।

মোসাদ্দেক বলেছেন, ‘এখানে (উইন্ডিজ) আসার পর আমরা আসলে দুই-তিনদিন ফিটনেস ট্রেনিং করার চেষ্টা করেছি এবং মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি আবহাওয়ার সঙ্গে। তিনদিনের একটা প্রস্তুতি ম্যাচ হচ্ছে যেটা আমাদের জন্য ভালো একটা সুযোগ যে ব্যাটসম্যানরা এখান দারুণ আত্মবিশ্বাস অর্জন করছে। তামিম ভাই খুবই ভালো ব্যাটিং করছেন। শান্তও ভালো ব্যাটিং করেছে। আমি মনে করি যে ব্যাটারদের জন্য ভালো একটা প্রস্তুতি ছিল। ’

এই ম্যাচটি মূল সিরিজেও কাজে লাগবে বলে বিশ্বাস মোসাদ্দেকের, ‘প্রথম টেস্টের আগে প্রস্তুতি ম্যাচটা আমাদের ভালো সহায়তা করবে। বিশেষ করে এখানকার কন্ডিশন বাংলাদেশ থেকে একটু ভিন্ন। বল একটু বেশি মুভমেন্ট থাকে, উইকেট ও বাংলাদেশ থেকে সাধারণত বাউন্সি হয়। প্রস্তুতি ম্যাচটা তাই সবদিক থেকে আমাদের কাজে দেবে। ব্যাটসম্যামরা আত্মবিশ্বাস নিতে পারবে এখান থেকে। ’

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, জুন ১১, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।