ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পিঠের ইনজুরিতে ছিটকে গেলেন রাব্বি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, জুন ১৪, ২০২২
পিঠের ইনজুরিতে ছিটকে গেলেন রাব্বি

মুশফিকুর রহিম ছুটিতে থাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খেলার সুযোগ ছিল ইয়াসির আলী রাব্বির সামনে। কিন্তু অনুশীলন ম্যাচে পিঠের নিচের অংশের ইনজুরিতে তার সেই সম্ভাবনা শেষ হয়ে গেল।

 

ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকা বাংলাদেশ দলের হয়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে অনুশীলন ম্যাচে মাঠে নেমেছিলেন রাব্বি। কিন্তু ম্যাচের প্রথম দিনেই (১০ জুন) পিঠে ব্যথা অনুভব করেন তিনি। এরপর এমআরআই স্ক্যান করানো হলে তার পিঠের নিচের অংশে চোটের বিষয়টি ধরা পড়ে।

রাব্বির ইনজুরির ব্যাপারে আজ মঙ্গলবার জাতীয় দলের ফিজিও বায়েজিদ ইসলাম বলেন, 'এ ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে দুই থেকে তিন সপ্তাহ লাগতে পারে। ফলে, সে (রাব্বি) টেস্ট সিরিজে খেলতে পারবে না। '

আগামী ১৬ জুন অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। এরপর সেইন্ট লুসিয়ায় ২৪ জুন থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।  

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, জুন ১৪, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।