ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওয়ানডে র‍্যাংকিং

শীর্ষে বাবর, কোহলিকে হটিয়ে দুইয়ে ইমাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, জুন ১৫, ২০২২
শীর্ষে বাবর, কোহলিকে হটিয়ে দুইয়ে ইমাম

প্রথমবারের মতো ওয়ানডে ব্যাটারদের র‍্যাংকিংয়ের শীর্ষ দুই স্থান দখল করলেন দুই পাকিস্তানি। এর মধ্যে বাবর আজম আগে থেকেই শীর্ষে ছিলেন।

এবার ভারতীয় ব্যাটার বিরাট কোহলিকে হটিয়ে দ্বিতীয় স্থান দখল করলেন বাবরের সতীর্থ ইমাম-উল-হক।

বুধবার আইসিসির ওয়ানডে র‍্যাংকিংয়ের হালনাগাদ তালিকা প্রকাশের পর এই চিত্র উঠে আসে। ২৬ বছর বয়সী ইমাম এক লাফে ২০ ধাপ এগিয়েছেন। ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট (৮১৫) নিয়ে তিনি পেছনে ফেলেছেন অভিজ্ঞ কোহলিকে।  

ইমাম অনেকটা এগোলেও বাবরের চেয়ে রেটিং পয়েন্টের হিসাবে অনেকটাই পিছিয়ে। কারণ দারুণ ফর্মে থাকা পাকিস্তানি অধিনায়কের রেটিং পয়েন্ট ৮৯২। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নিজের ১৭তম সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি।  

ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষ দশে আরও কিছু ছোটোখাটো পরিবর্তন এসেছে। অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ এক ধাপ এগিয়ে নয়ে উঠে এসেছেন। তার অস্ট্রেলিয়ান সতীর্থ ডেভিড ওয়ার্নার এক ধাপ পিছিয়ে নেমে গেছেন দশম স্থানে। অন্যদিকে ইংল্যান্ডের জনি বেয়ারস্টো ২ ধাপ পিছিয়ে অষ্টম স্থানে নেমে গেছেন এবং দক্ষিণ আফ্রিকার র‍্যাসি ভ্যান ডার ডুসেন এক ধাপ এগিয়ে উঠে এসেছেন সপ্তম স্থানে।

বোলারদের র‍্যাংকিংয়েও সুসংবাদ পেয়েছে পাকিস্তান। উইন্ডিজ সিরিজে দারুণ বোলিংয়ের সুবাদে দুই ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছেন বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। তবে আগের মতোই শীর্ষে আছেন নিউজিল্যান্ডের বাঁহাতি ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট। তবে তার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন অজি পেসার জশ হ্যাজেলউড এবং কিউই পেসার ম্যাট হেনরি। এর মধ্যে হ্যাজেলউড এক ধাপ এগিয়ে আছেন দুইয়ে এবং হেনরি আছেন তৃতীয় স্থানে।

অন্যদিকে ইংল্যান্ডের পেসার ক্রিস উকস শীর্ষ পাঁচের বাইরে চলে গেছেন। ৪ ধাপ পিছিয়ে তার অবস্থান এখন ছয়ে। দুই ধাপ এগিয়ে তার সঙ্গী হয়েছেন আফগান স্পিনার মুজিব-উর-রহমান। এক ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠেছেন ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ। আর আগের মতোই অষ্টম স্থানে আছেন বাংলাদেশের স্পিনার মেহেদি হাসান মিরাজ এবং নবম স্থানে আফগান স্পিনার মোহাম্মদ নবি। দশম স্থানে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান।  

ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় সবচেয়ে বড় লাফ দিয়েছেন ওমানের জিশান মাকসুদ। বাঁহাতি অলরাউন্ডার ১৩ ধাপ এগিয়ে আছেন দশম স্থানে। আগের মতোই তালিকার শীর্ষে আছেন সাকিব। দুই মোহাম্মদ নবি এবং তিনে রশিদ খান। চার নম্বরে ইংল্যান্ডের ক্রিস ওকস এবং পাঁচে নিউজিল্যান্ডের কলিন ডি গ্র্যান্ডহোম।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, জুন ১৫, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।