ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্যাটারদের কেউ মুখে তুলে খাইয়ে দেবে না: সাকিব

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, জুন ১৭, ২০২২
ব্যাটারদের কেউ মুখে তুলে খাইয়ে দেবে না: সাকিব

আরও একবার ব্যাটিং ব্যর্থতায় পড়ল বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে ১০৩ রানে অলআউট হয়ে গেছে সফরকারীরা।

দলের হয়ে অনেকটা একাই লড়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।

ঝড়ো ব্যাটিংয়ে ফিফটি তুলেছিলেন তিনি, সঙ্গী না থাকায় বড় শট খেলতে গিয়েই আউট হয়েছেন শেষ অবধি। ১১ ব্যাটারের ৬ জনই আউট হয়েছেন ডাক মেরে। সব মিলিয়ে বাংলাদেশের ব্যাটিং নিয়ে নিজের হতাশার কথা জানিয়েছেন সাকিব আল হাসান।

প্রথম দিনের খেলা শেষে তিনি বলেছেন, ‘আসলে ব্যাটারদেরই দায়িত্ব নিতে হবে। তাদের কাজটা তাদেরই করতে হবে। কেউ এসে তাদের মুখে তুলে খাইয়ে দিয়ে যাবে না। ’

‘কোনোভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগই দেখি না। আমার কাছে কোনো ব্যাখ্যা নেই। আমি জানি না অন্য কারো কাছে আছে কি না। সাধারনত যেটা হয়, কোচ-অধিনায়কের কাজটা সহজ। ধরুন কেউ পারফর্ম করল না, তাকে বাদ দিয়ে দেই। সবচেয়ে সহজ কাজ কোচ, অধিনায়ক ও নির্বাচকদের। তুমি পারফর্ম করছ না, বাদ দিয়ে দিলাম। ’

দ্বিতীয় ইনিংসে দল ঘুরে দাঁড়াবে বলেও নিজের আশা প্রকাশ করেছেন সাকিব, ‘ব্যর্থ হয়েছে, আশা করি সেকেন্ড ইনিংসে ব্যাটসম্যানরা এমনভাবে ঘুরে দাঁড়াবে যেন আমরা এই ব্যর্থতা থেকে রিকভার করতে পারে। সেই চ্যালেঞ্জটা থাকবে। ’

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, জুন ১৭, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।