ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কেমন খেলছেন মাহমুদউল্লাহ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৫ ঘণ্টা, জুলাই ৮, ২০২২
কেমন খেলছেন মাহমুদউল্লাহ

টি-টোয়েন্টিতে টানা ব্যর্থ হচ্ছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। নেতৃত্বের সঙ্গে ব্যাট হাতেও সফল হচ্ছেন না তিনি।

সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ হেরেছে বাংলাদেশ।  

মাহমুদউল্লাহ রিয়াদ আসলে কবে থেকে খারাপ খেলছেন? সর্বশেষ ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাপুয়া নিউগিনির বিপক্ষে হাফ সেঞ্চুরি পেয়েছিলেন রিয়াদ।

এরপর থেকে তার পরিসংখ্যানটা এমন- ১৩ ম্যাচে ১৬.৫৪ গড়ে ১৮২ রান করেছেন, স্ট্রাইক রেট ১০০.৫৫। শেষ ১০ টা ইনিংস তার রান-৩, ১৬, ৬, ১২, ১৩, ১০, ২১, ৮, ১১, ২২।

২০২১ সালের শুরু থেকে এখন অবধি ৫৩২ বলের ২১৭টিই ডট খেলেছেন রিয়াদ। এই সময়ে টি-টোয়েন্টিতে প্রায় অর্ধেক বলে কোনো রানই করতে পারেননি তিনি! উল্লেখিত সময়ে খেলা ১৩ ম্যাচে বাংলাদেশ জিতেছে মাত্র একটি। আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে এই জয়টি পায় তারা।

বাংলাদেশ সময় : ২৩৪৫, জুলাই ৮, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।