ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওয়ানডেতে আমরা ভালো দল: তামিম

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, জুলাই ৯, ২০২২
ওয়ানডেতে আমরা ভালো দল: তামিম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্নাঙ্গ সিরিজ শুরু হয়েছিল টেস্ট দিয়ে। দুই ম্যাচের সিরিজে কোনো লড়াই ছাড়াই হারে বাংলাদেশ।

এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি ভেসে যায় বৃষ্টিতে। পরের দুটিতে যথাক্রমে ৩৫ রান ও ৫ উইকেটে হেরেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

১০ জুলাই থেকে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। এই ফরম্যাটে টাইগারদের অধিনায়ক তামিম ইকবাল। তিনি মনে করিয়ে দিলেন, বাকি দুই ফরম্যাটে দল খারাপ করলেও ওয়ানডেতে তারা ভালো। ওয়ানডে সিরিজে দলের ভালো করা নিয়েও বেশ আশাবাদী তামিম।

তিনি বলেছেন, ‘আমার কাছে মনে হয় একটা সিরিজে যখন ম্যাচ জিতছেন না, এটা সবসময় কঠিন। সঙ্গে এটাও মনে রাখতে হবে এই ফরম্যাটটা আমাদের গর্ব করার মতো, আমরা ভালো দল। এখানে কোনো সন্দেহ নাই। ’

‘যদিও যতই ভালো খেলি না কেন, ওই দিনটাতে সব বক্স পূরণ করতে হবে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন পর্যন্ত আমরা হয়তো ভালো ক্রিকেট খেলতে পারি নাই, টেস্ট বলেন বা টি-টোয়েন্টি। আমি আশা করি ওয়ানডেতে আমরা ভালো করব। এই ফরম্যাটটাতে আমরা স্বাচ্ছন্দ্যবোধ করি। সঙ্গে এটাও বলতে হবে বাকিরাও ভালো করছে। আমাদের সেরাটা খেলতে হবে। ’

যদিও ভালো করার জন্য প্রস্তুতিটা ঠিকঠাক হচ্ছে না বাংলাদেশের। টেস্ট ও টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও হানা দিয়েছে বৃষ্টি। গায়ানায় প্রথম প্রস্তুতি সেশনে মাত্র দুই বল ব্যাট করার সুযোগ পেয়েছেন টি-টোয়েন্টি সিরিজে না থাকা তামিম। এ নিয়ে আফসোসই করলেন তিনি।

এই ওপেনার বলেছেন, ‘অনুশীলন নিয়ে তো আসলে সন্তুষ্ট হওয়ার কোনো কারণই নেই। যেটা আমি বললাম, সাত-আটদিন হয়ে গেছে এখনও আমি ব্যাটিংও করতে পারি নাই। আজকে একটা সুযোগ ছিল, দুই দল খেলার পর বন্ধ হয়ে গেছে। বৃষ্টিটা তো আমরা অনুমান করতে পারি না। প্র্যাক্টিসগুলো শিডিউল করা ছিল, দুর্ভাগ্যবশত আবহাওয়ার কারণে পারি নাই। আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে আর কী। ’

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, জুলাই ০৯, ২০২২
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।