ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘সব ভাইয়ের’ সঙ্গেই কথা হয়েছে সোহানের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০২২
‘সব ভাইয়ের’ সঙ্গেই কথা হয়েছে সোহানের সংবাদ সম্মেলনে কথা বলছেন নুরুল হাসান সোহান/ছবি: শোয়েব মিথুন

জিম্বাবুয়ে সফরে নতুন এক চ্যালেঞ্জ নিয়ে যাচ্ছে বাংলাদেশ টি-টোয়েন্টি দল। দেশের ক্রিকেট অনেকদিন 'সিনিয়রহীন' দলের দেখা পাচ্ছে।

তিন সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের কেউই নেই।

তিন ম্যাচের সিরিজটিতে টাইগারদের নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে নুরুল হাসান সোহানের হাতে। আন্তর্জাতিক মঞ্চে প্রথমবার অধিনায়কত্ব করবেন তিনি। আজ রোববার সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন সোহান। সেখানে তিনি জানিয়েছেন, 'পঞ্চপাণ্ডব' খ্যাত সব ক্রিকেটারের সঙ্গেই কথা হয়েছে তার।

তিনি বলেছেন, ‘সবার সঙ্গেই কথা হয়েছে। রিয়াদ ভাই, সাকিব ভাই, তামিম ভাই, মুশফিক ভাই; মাশরাফি ভাইয়ের সঙ্গেও কথা হয়েছে। সবার সঙ্গেই কথা হয়েছে। ’

তারা কী পরামর্শ দিলেন, এমন প্রশ্নের জবাবে সোহান বলেছেন, ‘পরামর্শ আসলে স্বাভাবিকভাবে যেভাবে কথা হয়, এইটাই। খুব বেশি কিছু না। সবকিছুই সিম্পল। অনেক বছর একসঙ্গে খেলেছি। যেটা বললাম তাদের যে অভিজ্ঞতা আছে। সবার অধীনেই খেলা হয়েছে, সবকিছু মিলিয়ে আসলে নিজের ১০০ ভাগ দেওয়ার চেষ্টা করব। ’

মাশরাফি বিন মর্তুজার সঙ্গে আলাদা সম্পর্ক আছে সোহানের। জাতীয় দলের অন্যতম সফল অধিনায়কও নড়াইল এক্সপ্রেস। তার কাছ থেকে কী আলাদা কোনো পরামর্শ পেয়েছেন?

সোহান বলেছেন, ‘সবার সঙ্গে কথা হয়েছে। নরমাল যে কথাগুলো হয়, এগুলোই। বিশেষ কিছু না। আর আমার কাছে মনে হয়, খুব বেশি চিন্তা করার কিছু নেই। আমি নরমাল যেরকম, ওই ওয়েতে থাকার চেষ্টা করছি। এটা (অধিনায়কত্ব) অবশ্যই গর্বের বিষয়। কিন্তু উত্তেজনার কিছু নাই। অবশ্যই এটা চ্যালেঞ্জ, সেটা উপভোগ করতে চাই। ’

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০২২
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।