ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মিথুন কি ওপেনার হয়ে ফিরবেন?

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০২২
মিথুন কি ওপেনার হয়ে ফিরবেন?

জাতীয় দলের হয়ে খেলেছিলেন বছর খানেক আগে। এখন আবার দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন মোহাম্মদ মিথুন।

‘এ’ দলের অধিনায়ক হয়ে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে। জাতীয় দল থেকে বাদ পড়ার পর মিথুনকে ঘরোয়া ক্রিকেটে দেখা গেছে ভিন্ন ভূমিকায়।

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) সর্বশেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন মিথুন। দক্ষিণাঞ্চলের বিপক্ষে নেমেছিলেন মধ্যাঞ্চলের হয়ে, করেছিলেন ডাবল সেঞ্চুরি। ৩০৬ বলে ২০৬ রানের ওই ইনিংসের পর মিথুন জানিয়েছিলেন, জাতীয় দলের টিম ম্যানেজম্যান্টের চাহিদাতেই নেমেছিলেন ইনিংস উদ্বোধনে। ‘এ’ দলের হয়েও কি একই ভূমিকাতে দেখা যাবে তাকে?

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে মিথুন বলেছেন, ‘এই জিনিসটা কোনোভাবেই আমার ওপর না। আমার সিদ্ধান্তে কিছু হবে না। নির্বাচক, টিম ম্যানেজ্যামন্ট আছে; এটা সম্পূর্ণ উনাদের চিন্তা। আমাকে একটা পরিকল্পনা দেওয়া হয়েছিল, আমি সেই অনুযায়ী কাজ করেছি। এখন যদি আমাকে কোনো আলাদা দায়িত্ব দেওয়া হয়, সেখানে কীভাবে সর্বোচ্চ দেওয়া যায় ওই চেষ্টা করব। ’

জাতীয় দল থেকে সমালোচিত হয়ে বাদ পড়তে হয়েছিল মিথুনকে। তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা গিয়েছিল ট্রল। তবে সেসব কথা ভুলে গেছেন মিথুন। জানালেন, ক্রিকেট খেলতে হলে সমালোচনা সহ্য করার ক্ষমতাটুকুও থাকতে হবে।

তিনি বলেছেন, ‘আসলে শেষ স্মৃতি বলতে আমার মনে পড়ে বিসিএল। আপনি জাতীয় দলের কথা বলেছেন, বুঝতে পারছি। যদিও যেই জিনিসগুলো বললেন, ওইগুলো আমরা ক্রিকেটার, বাংলাদেশে ক্রিকেট নিয়ে অনেক মাতামাতি হয়। সেগুলো সামলানোর মতো ক্ষমতা না থাকলে আমি ক্রিকেট খেলতে পারবো না। ’ 

‘প্রথমত, আমি অনুভব করি এটা। ওটা সামাল দেওয়ার জন্য অবশ্যই আমাকে মানসিকভাবে শক্ত হতে হবে, একটা পথ জানা থাকতে হবে। সেটা অনেক পুরাতন কথা, ওটা কীভাবে  নিজেকে ম্যানেজ করতে হবে, সেই জিনিসগুলো ভুলার জন্য যথেষ্ট সময় পেয়েছি। পেয়েই ক্রিকেটে ফিরেছি, খেলছি। আমাকে এখন একটা দায়িত্ব দেওয়া হয়েছে, এটাতে কীভাবে নিজের সর্বোচ্চটা দিতে পারি আমার নজর ওইদিকে। অন্য কী হচ্ছে, না হচ্ছে আমার কনসার্ন না। ওগুলো খুব একটা ফোকাস করি না। ’

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।