ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ হেরেছে ,তবে মাইফলফলক ছুঁয়েছেন লিটন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
বাংলাদেশ হেরেছে ,তবে মাইফলফলক ছুঁয়েছেন লিটন

তিন ফরম্যাটে বাংলাদেশের জন্য ভরসার নাম লিটন কুমার দাস। ব্যাট হাতে দলের নির্ভরতার প্রতিক তিনি, করে যান ধারাবাহিক পারফরম্যান্স।

এবার টি-টোয়েন্টিতে দারুণ এক মাইলফলক ছুঁয়েছেন লিটন।  

ষষ্ঠ বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন এই ব্যাটার। শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ১৭ রানে হেরেছে বাংলাদেশ।  

এই ম্যাচেই এক হাজারি ক্লাবে ঢুকেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে মাঠে নামার আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে লিটনের রান ছিল ৯৮০। এই ম্যাচে ৬ চারে ১৯ বলে ৩২ রানের ইনিংস খেলেন লিটন। তাতেই পৌঁছে যান হাজারি ক্লাবে।

বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে ২০৪২ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহক মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর রয়েছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও সৌম্য সরকার। এবার তাদের সঙ্গে এক হাজারি ক্লাবে যোগ দিলেন লিটনও।  

বাংলাদেশ সময় : ২২৫০, জুলাই ৩০, ২০২২
এমএইচবি


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।