ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজে বিপদে বাংলাদেশ ‘এ’ দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, আগস্ট ৬, ২০২২
ওয়েস্ট ইন্ডিজে বিপদে বাংলাদেশ ‘এ’ দল

প্রথম দিনই ফুটে উঠেছিল ব্যাটিং ব্যর্থতা। তখনও দলের হয়ে লড়াই চালিয়ে যাচ্ছিলেন মোহাম্মদ মিঠুন।

কিন্তু দ্বিতীয় দিনে খুব বেশি লম্বা হয়নি তার এই চেষ্টা। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে তাতে বেশ বিপদেই আছে বাংলাদেশ ‘এ’ দল।

সেন্ট লুসিয়ায় চারদিনের ম্যাচের দ্বিতীয় দিনশেষে সফরকারীদের চেয়ে ২ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা। নিজেদের প্রথম ইনিংসে ১৬৭ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। অন্যদিকে এখন অবধি ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১৬৩ রান।  

৬ উইকেট হারিয়ে ১৩৫ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে বাংলাদেশ ‘এ’ দল। হাফ সেঞ্চুরি করার পর দিনের প্রথম ব্যাটার হিসেবে সাজঘরে ফেরত যান মোহাম্মদ মিঠুন। মিন্ডলে মার্কুইনির বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরত যান তিনি।  

এরপর আগের দিনের আরেক অপরাজিত ব্যাটার নাঈম হাসানও আউট হয়ে যান। ৫৭ বল খেলে ২৭ রান করে মিন্ডলের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি। বাংলাদেশেরও অলআউট হতে বেশি সময় লাগেনি।  

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৭৮ রানের উদ্বোধনী জুটি পায় ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। ৯৯ বলে ৩২ রান করা সোলোজানো জেরেমিকে বোল্ড করে বাংলাদেশ ‘এ’ দল। এরপর রান আউট হয়ে তেগনারায়ন চন্দরপলও ফেরেন ১১৯ বলে ৪৯ রান করে।  

দিনে আরেকটি উইকেটই নিতে পেরেছেন বাংলাদেশের বোলাররা। ৬৩ বলে ৩৬ রান করা কার্টি কেসিকে ফিরিয়েছেন স্পিনার নাঈম হাসান। ৫৭ বলে ১৪ রান করা জশুয়া ডি সিলভা ও ৪৬ বলে ২৩ রান করা ইমলাচ তেভিন ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের পক্ষে তৃতীয় দিন শুরু করবেন।  

বাংলাদেশ সময় : ১৩৪০, আগস্ট ৬, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।