ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সিঙ্গাপুরের হাসপাতালে সোহানের আঙুলে অস্ত্রোপচার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, আগস্ট ৮, ২০২২
সিঙ্গাপুরের হাসপাতালে সোহানের আঙুলে অস্ত্রোপচার

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব নিয়ে গিয়েছিলেন সফরে। কিন্তু দ্বিতীয় ম্যাচেই আঙুলের ইনজুরিতে পড়েন নুরুল হাসান সোহান।

এবার সেই আঙুলে অস্ত্রোপচার করাতে হচ্ছে এই উইকেটরক্ষক ব্যাটারকে।

চোটে পড়ার পর দেশে ফিরে আঙুল স্ক্যান করেন সোহান। রিপোর্ট হাতে পেয়ে সিঙ্গাপুর যেতে হয় তাকে। সোমবার (৮ আগস্ট) চিকিৎসক জানান অস্ত্রোপচার করাতে হবে। ফেইসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিজেই নিশ্চিত করেন সোহান।

সিঙ্গাপুরের হাসপাতালে অবস্থানরত অবস্থায় একটি ছবিযুক্ত পোস্টে সোহান লিখেন, ‘আমার আঙুলে অস্ত্রোপচার করাতে হবে। সবার দোয়া প্রার্থনা করছি। ’

অস্ত্রোপচার করানোর কারণে তিন-চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে সোহানকে। অর্থাৎ আগামী ২৭ আগস্ট থেকে শুরু হওয়া এশিয়া কাপে তাকে দেখা যাবে না।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।