ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ঝুলে আছেন সাকিব, অধিনায়কত্ব নিয়ে বিসিবি কি চাপে?

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০২২
ঝুলে আছেন সাকিব, অধিনায়কত্ব নিয়ে বিসিবি কি চাপে?

প্রায় প্রতি টুর্নামেন্টের আগেই বাংলাদেশ ক্রিকেটে শুরু হয় নাটকীয়তা। এবার এশিয়া কাপের আগেও এর ব্যতিক্রম হচ্ছে না।

টি-টোয়েন্টি অধিনায়কত্ব ঝুলে ছিল আগে থেকেই। জিম্বাবুয়ে সিরিজে দায়িত্ব পাওয়া নুরুল হাসান সোহান ইনজুরিতে।

এরপর নেতৃত্বে আসার ব্যাপারে জোর গুঞ্জন ছিল সাকিব আল হাসানের। কিন্তু এই ক্রিকেটার বেটিং কোম্পানির নিউজ পোর্টাল বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি করেছেন। এ নিয়ে হার্ডলাইনে আছে বিসিবি।  

চুক্তি বাতিল না করলে তার সঙ্গে সম্পর্ক শেষ করার কথাও জানিয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন। এখন বিসিবির বিকল্প অধিনায়ক আছেন কেবল মাহমুদউল্লাহ রিয়াদ। জিম্বাবুয়ে সিরিজে শেষ টি-টোয়েন্টি খেললেও নেতৃত্ব দেননি। সব মিলিয়ে অধিনায়কত্ব নিয়ে বিসিবি কি চাপে?

জবাবে বেক্সিমকো অফিসে সাংবাদিকদের পাপন বলেছেন, ‘কোনো চাপ নেই। আমি আগেও বলেছি রিয়াদ ইতোমধ্যে তালিকায় আছে। রিয়াদ, সাকিব, আমরা সোহানকে নিলাম, লিটন দাস এ নামগুলোও তো আছে। দুর্ভাগ্যজনকভাবে এরা যদি নাও থাকে আপনারা দেখেন আমরা মোসাদ্দেককে করি নাই একটা ম্যাচে? আমরা এগুলো নিয়ে চিন্তিতই না। ’

‘আপনার মাইন্ডটা ক্লিয়ার থাকতে হবে, চাপে পড়ে সিদ্ধান্ত নেওয়ার কিছু নাই। আমাদের কপাল খারাপ আমাদের ভালো খেলোয়ায়ড়েরা যদি খেলতে না পারে। শুধু তো এ জন্য না, ইনজুরির কারণেও তো অনেকে খেলতে পারছে না। লিটন দাসকে আমরা মিস করবো না? এখন সবচেয়ে ভালো ফর্মে থাকা খেলোয়াড়। সোহানকে মিস করবো না? রাব্বি নাই...টি-টোয়েন্টি স্কোয়াডের পুরো জিনিসটাই বদলে গেছে। এটা খেলারই অংশ, আমাদের এটা মেনে নিতে হবে। ’

অধিনায়কত্ব নিয়ে বিসিবির পরিকল্পনা জানিয়ে পাপন বলেছেন, ‘আমরা এখন ছোট ছোট করে না দীর্ঘমেয়াদে অধিনায়কত্ব দিতে চাচ্ছি। সামনে বিশ্বকাপ আছে, দেখি আমাদের টিম কম্বিনেশন কী হয়। মনে করলাম একটা ছেলেকে দেবো, ও যদি স্কোয়াডেই না থাকে, এটা শুধু সাকিব না...তাহলে ওকে দিয়ে লাভ হল কি অধিনায়কত্বটা? টার তো কোনো মানে হল না। আমরা এখন টিমটা ঠিক করবো সেটার জন্য আমরা একটা দিন সময় নিচ্ছি। আজকে না করে আগামীকাল দলটা জানিয়ে দেওয়া হবে। ’

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।