ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বেটউইনারের চুক্তি বাতিলের কথা জানিয়ে বিসিবিতে সাকিবের চিঠি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০২২
বেটউইনারের চুক্তি বাতিলের কথা জানিয়ে বিসিবিতে সাকিবের চিঠি

সাকিব আল হাসানের সঙ্গে বেটউইনারের চুক্তি বাতিল হচ্ছে। বিসিবির কাছ থেকে কঠোর বার্তা পাওয়ার পর ইতোমধ্যেই তাদের চিঠি পাঠিয়েছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন এক বিসিবি পরিচালক।

তিনি বাংলানিউজকে বলেছেন, ‘সাকিব চিঠি পাঠিয়েছে বলে শুনেছি। কিন্তু এখনও পড়ে দেখা হয়নি। বাসায় গিয়ে পড়বো। তবে শুনেছি ও বাতিলের কথাই জানিয়েছে। ’

কয়েকদিন আগে এক ফেসবুক পোস্টে বেটউইনার নিউজের সঙ্গে চুক্তির কথা জানান সাকিব। ওই নিউজ পোর্টাল বেটিং সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। এ নিয়ে কঠোর বার্তা দেন বিসিবি প্রধান। চুক্তি বাতিল না করলে তার সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের কোনো সম্পর্ক থাকবে না বলেও হুশিয়ারী দেন।

বৃহস্পতিবার বেক্সিমকো অফিসে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘কোন প্রকার সম্পৃক্ততা থাকা সম্ভব না। সম্পূর্ণ ওটা থেকে বের হয়ে আসতে হবে। না হলে সে আমাদের স্কোয়াডে...দলেই থাকবে না, অধিনায়কত্ব তো পরের ধাপ। দলের থাকারই সুযোগ নাই। এটা নিয়ে আলাপ আলোচনার কিছু নাই। এই সিদ্ধান্ত আগে থেকে নেওয়া। আর এ ব্যাপারে আমরা বেশ পরিষ্কার। ’

সাকিবের বের হওয়ার কোনো বিকল্প নেই জানিয়ে পাপন বলেছিলেন, ‘কোনো সুযোগ নেই, ওকে বের হয়েই আসতে হবে। না হলে সে আমাদের দলেই থাকবে না। ’

পাপনের এমন কঠোর বার্তার পর বেটউইনারের সঙ্গে চুক্তি থেকে সরে আসলেন সাকিব।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, আগস্ট ১১, ২০২২
এমএইচএম/এআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।