ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ধারাভাষ্যকে বিদায় বলে দিলেন ইয়ান চ্যাপেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২২
ধারাভাষ্যকে বিদায় বলে দিলেন ইয়ান চ্যাপেল

ক্রিকেট ধারাভাষ্যকার হিসেবে ৪৩ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ইয়ান চ্যাপেল। ক্রিকেট থেকে অবসরের পর থেকেই ধারাভাষ্যের সঙ্গে যুক্ত ছিলেন এই সাবেক অজি অধিনায়ক।

সিডনি মর্নিং হেরাল্ড এমনটাই জানিয়েছে।

অস্ট্রেলিয়ার জার্সিতে ১৯৮০ সালে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেন চ্যাপেল। এরপর ১৯৮০-৮১ সালে চ্যানেল নাইনের সঙ্গে ধারাভাষ্যকার হিসেবে চুক্তি করেন। পাশাপাশি এবিসিতে ক্রীড়া সাংবাদিক ও ধারাভাষ্যকার হিসেবে কাজ শুরু করেন।  

অবসরের সিদ্ধান্ত জানিয়ে চ্যাপেল বলেন, 'আমার ওই দিনের কথা মনে পড়ে, যখন আমি বুঝেছিলাম যথেষ্ট ক্রিকেট খেলে ফেলেছি। আমি ঘড়ির দিকে তাকালাম, সময়টা ছিল ৫টা ১১ মিনিট এবং ওই সময় ভাবলাম আমাকে বিদায় নিতে হবে। '

১৯৬৪ সাল থেকে ১৯৮০ পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৭৫ টেস্টে ৫৩৪৫ ও ১৬ ওয়ানডেতে ৬৭৩ রান করেছেন ইয়ান চ্যাপেল। আন্তর্জাতিক ক্রিকেটে ৩০ টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।