ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টি-টোয়েন্টিতে আলাদা কোচ ‘দারুণ পরিকল্পনা’: ডমিঙ্গো

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, আগস্ট ২২, ২০২২
টি-টোয়েন্টিতে আলাদা কোচ ‘দারুণ পরিকল্পনা’: ডমিঙ্গো ছবি: শোয়েব মিথুন

টি-টোয়েন্টিতে মানসিকতা বদলাতে চায় বাংলাদেশ। হেড কোচ রাসেল ডমিঙ্গোর ফিলোসোফি পছন্দ হচ্ছে না, এটাও জানানো হয়েছে স্পষ্ট করে।

আপাতত টি-টোয়েন্টি বিশ্বকাপ অবধি দলের সঙ্গেও থাকবেন না প্রোটিয়া কোচ।

ইতোমধ্যেই টেকনিক্যাল পরামর্শক হিসেবে নিয়ে আসা হয়েছে ভারতের শ্রীধরন শ্রীরামকে। তিনিই এখন টি-টোয়েন্টি দলের পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে। ডমিঙ্গো মনোযোগ দেবেন ওয়ানডে ও টেস্টে। এমন পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন তিনি।

সোমবার মিরপুরে সাংবাদিকদের বলেছেন, ‘আমি মনে করি এটা দারুণ একটি পরিকল্পনা। এটা আমাকে টেস্ট এবং ৫০ ওভারের ম্যাচে আরও বেশি লক্ষ্য রাখতে সাহায্য করবে। টি-টোয়েন্টিতে আমরা দারুণ কিছু ফলাফল করেছি, আবার বাজে ফলাফলও পেয়েছি। '

নিজের দর্শনের সমালোচনা নিয়ে ডমিঙ্গোর জবাব, ‘সবারই নিজস্ব পরিকল্পনা আছে। আমারও নিজস্ব কিছু পরিকল্পনা আছে। আমি জানি, আমার কোচিং স্টাইল নিয়ে, এটা নিয়ে আমি মন্তব্য করতে চাই না। আমি মিডিয়া বা ধারাভাষ্যে কী নিয়ে আলোচনা হলো সেটা নিয়ে মন্তব্য করতে চাই না। ’

‘দেখেন, প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা ফিলোসফি (দর্শন) থাকে। আমার ফিলোসফি বা আপনার ফিলোসফি সবই আলাদা। প্রত্যেক কোচের ফিলোসফি আলাদা। ওর (ডমিঙ্গো) ফিলোসোফি যেটা সেটা হয়তো আমাদের 'ব্র্যান্ড অব ক্রিকেটে'র সঙ্গে মানাচ্ছে না। সত্যি কথা বলতে। এটা তো আর কথায় হবে না। আমরা পারফরম্যান্স করতে পারছি না টি-টোয়েন্টিতে। ’

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, আগস্ট ২২, ২০২২
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।