ঢাকা, শুক্রবার, ১ ভাদ্র ১৪৩১, ১৬ আগস্ট ২০২৪, ১০ সফর ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন নেওয়াজ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন নেওয়াজ

বাংলাদেশ দলকে প্রশংসায় ভাসালেন শ্রীলংকার সহাকারী কোচ নাভিদ নেওয়াজ।  লঙ্কান সহকারী কোচ হওয়ার আগে বাংলাদেশে চার বছর ছিলেন তিনি।

২০২০ সালে আকবর আলীদের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের নেপথ্য কারিগর ছিলেন। এবার এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে বাংলাদেশ। সেই লড়াইয়ে আগে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন নাভিদ।

ম্যাচেরর আগে বাংলাদেশকে সমালোচনাই করেছেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। তিনি বলেছিলেন, ‘আফগানিস্তানের বোলিং আক্রমণ বিশ্বমানের। আর বাংলাদেশ দলে (মুস্তাফিজুর রহমান) ফিজ খুব ভালো বোলার, সাকিব একজন বিশ্বমানের বোলার। এর বাইরে তাদের দলে সেভাবে আর কোনো বিশ্বমানের বোলার নেই। তাই আমি মনে করি, আফগানিস্তানের তুলনায় বাংলাদেশের বিপক্ষে খেলা সহজ হবে। ’

মাঠে নামার আগে এভাবে বাংলাদেশকে হালকা ভাবে নিয়ে লঙ্কান অধিনায়কের বিবৃতিতে অবাক হয়েছেন দলটির সহকারী কোচ নাভিদ নেওয়াজ। সাংবাদিকদের কাছে শানাকার এমন বিবৃতি শুনে এই কোচ বিস্ময় প্রকাশ করে পাল্টা প্রশ্ন করেন, ‘সত্যিই কি সে এ কথা বলেছে?’

এরপর নিজেই আরও যোগ করেন, ‘এই কথার সঙ্গে একমত হওয়া কঠিন। বাংলাদেশ দলে অনেক প্রতিভা আছে। বাংলাদেশ নিয়মিত টি-টোয়েন্টি খেলে। বিপিএল নিয়মিত হচ্ছে, অনেক বছর ধরেই এই টুর্নামেন্ট হচ্ছে। যেটা খেলোয়াড়দের আর্থিক ও ক্রিকেটীয় দক্ষতার দিক থেকে সমৃদ্ধ করেছে। ’

এই সংস্করণে বাংলাদেশ ও শ্রীলঙ্কার চেয়েও তার কাছে আরো ভালো দল মনে হয় আফগানিস্তানকে, ‘ওরা এখানেই (সংযুক্ত আরব আমিরাতে) খেলে সারা বছর। কন্ডিশন তো জানা আছেই। তা ছাড়া টেস্টও তেমন খেলে না ওরা। ওয়ানডেও খুব গুরুত্ব দিয়ে খেলে বলে মনে হয় না। মনোযোগটা টি-টোয়েন্টিতেই বেশি বলে এই সংস্করণে ওরাই সুপিরিয়র। ’

এখনো শিষ্যদের খোঁজখবর রাখেন নওয়াজ। পারভেজ হোসেন ইমনের কথাই ধরা যাক। এশিয়া কাপের দলে ঠাঁই পাওয়া এই ওপেনারই শুধু নন, প্রত্যেকের সঙ্গেই নিবিড় যোগাযোগ নেওয়াজের। লঙ্কান সহকারী কোচ জানান, ‘এমন নয় যে এশিয়া কাপের দলে আছে বলেই পারভেজের সঙ্গে আমার দেখা হচ্ছে বা কথা হচ্ছে। ওদের সবার সঙ্গে সব সময়ই সংযুক্ত থাকি আমি। ’

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।