ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সিপিএলে গায়ানার হয়ে খেলবেন সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২২
সিপিএলে গায়ানার হয়ে খেলবেন সাকিব

অধিনায়কত্বের দায়িত্ব নিয়ে হতাশায় কাটল সাকিব আল হাসানের প্রথম টুর্নামেন্ট। খালি হাতে ফিরতে হলো এশিয়া কাপ থেকে।

ইতোমধ্যে দেশে ফিরেছেন সবাই। তবে সাকিব প্রস্তুতি নিচ্ছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) খেলার জন্য।

এবারের আসরে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলবেন দেশসেরা এই অলরাউন্ডার। সোমবার (৫ সেপ্টেম্বর) নিজের অফিশিয়াল ফেসবুক একাউন্টে দেওয়া এক পোস্টে নতুন যাত্রার জন্য দলটিকে শুভকামনা জানান সাকিব।  

ছবিযুক্ত এই পোস্টে তিনি বলেন, ‘গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স এর সঙ্গে একটি নতুন যাত্রা। সিপিএল ২০২২ এ তাদের জন্য শুভকামনা!’

সিপিএলে খেলার আগে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে যাবেন সাকিব। সেই উদ্দেশে আজ সোমবার রাত ৩টা ২০ মিনিটে ঢাকা ছাড়বেন তিনি। বিষয়টি নিশ্চিত করেন বিসিবি’র প্রটোকল অফিসার ওয়াসিম খান।

আসরে ইতোমধ্যে দুইটি ম্যাচ খেলে ফেলেছে গায়ানা। প্রথম ম্যাচে জ্যামাইকা তালাওয়াশের কাছে ৪ উইকেটে হারের পর দলটির দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।