ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এক সপ্তাহের জন্য আমিরাতের উদ্দেশে উড়াল দিল বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২২
এক সপ্তাহের জন্য আমিরাতের উদ্দেশে উড়াল দিল বাংলাদেশ

টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামের অধীনে সংযুক্ত আরব আমিরাতে এক সপ্তাহের ক্যাম্প করবে বাংলাদেশ দল। দেশটির বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

ক্যাম্প ও ম্যাচ খেলতে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় দুবাইয়ের উদ্দেশে উড়াল দিয়েছে টাইগাররা।

ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ খেলতে আগেই অনাপত্তিপত্র নেওয়ায় ক্যাম্পে থাকছেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তার জায়গায় দলকে নেতৃত্ব দেবেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়া উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান।

এই সিরিজের স্কোয়াডে আছেন সৌম্য সরকারসহ বিশ্বকাপ স্ট্যান্ডবাই তালিকায় থাকা তিনজন। বাদ পড়েছেন কেবল মাহেদী হাসান। বিশ্বকাপ স্কোয়াডে না থাকায় কিছুদিন আগে সংবাদ মাধ্যমে ক্ষোভ জানিয়েছিলেন তিনি। বিশ্বকাপের স্কোয়াডের ১৫ সদস্যের মধ্যে দুবাই যাত্রায় সাকিব আল হাসান ছাড়া আছেন বাকি ১৪ জনই।  

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৫ ও ২৭ সেপ্টেম্বর দুইটি ম্যাচ খেলবে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত। আগামী ২৮ সেপ্টেম্বর দেশে ফিরবে বাংলাদেশ। এর দিন দুয়েকের মধ্যে ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপ খেলতে যাবে টাইগাররা।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।