ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তাকরিমের সাফল্যে গর্বিত মুশফিক-রুবেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২২
তাকরিমের সাফল্যে গর্বিত মুশফিক-রুবেল

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১১১টি দেশের ১৫৩ হাফেজের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমেদ তাকরিম। তার এমন সাফল্যে উচ্ছ্বসিত দেশের মানুষজন।

ক্রিকেটাররাও এর ব্যতিক্রম নয়। তাকরিমকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।  

সৌদি আরবের পবিত্র মক্কায় অনুষ্ঠিত ‘৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা’ শেষে গতকাল বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাতে তাকরিম দেশে ফিরেছেন। সেসময় অনেক মানুষ তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে জড়ো হয়। আন্তর্জাতিক অঙ্গনে দেশের নাম উজ্জ্বল করায় অনেকেই তাকে অভিনন্দন জানাচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমেও।  

নিজের অফিসিয়াল ফেসবুকে দেওয়া এক পোস্টে মুশফিকুর রহিম তাকরিমকে নিয়ে লিখেন, ‘মাশাআল্লাহ্, আলহামদুলিল্লাহ। তোমাকে নিয়ে গর্বিত ছোট ভাই। আমাদের জন্য দোয়া রাখবা। ’

ক্রিকেটার রুবেলও শুভেচ্ছা জানান তাকরিমকে। তিনি লিখেছেন, ‘মক্কায় অনুষ্ঠিত ১১১টি দেশের মধ্যে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের গর্ব হাফেজ সালেহ আহমদ তাকরিম। মাশাআল্লাহ, অনেক অনেক অভিনন্দন ছোট্ট হাফেজকে। দেশের হয়ে আন্তর্জাতিক প্রতিটি অর্জনই গর্বের ও আনন্দের। ’

সাবেক ক্রিকেটার আবদুর রাজ্জাকও বাদ যাননি। ফেসবুকে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। মহান অর্জন। আল্লাহ তোমাকে একজন সঠিক মুসলমান হিসেবে কবুল করুক। ’

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।