ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

উইকেট নিয়ে অভিযোগের পর সিলেটে চট্টগ্রামের কিউরেটর

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২২
উইকেট নিয়ে অভিযোগের পর সিলেটে চট্টগ্রামের কিউরেটর ছবি: শোয়েব মিথুন

সিলেট থেকে: নারী এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাত্র ৭০ রানে অলআউট হয়ে গিয়েছিল বাংলাদেশ দল। এরপর হেরেছে ৯ উইকেটের ব্যবধানে।

এরপর থেকে আলোচনায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ।  

মঙ্গলবার (৪ অক্টোবর) উইকেট নিয়ে আনুষ্ঠানিকভাবে নিজেদের অসন্তোষের কথা জানান বাংলাদেশ দলের কোচ মাহমুদ ইমন। এরপরই সিলেটে এসেছেন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের কিউরেটর প্রবীণ হিনগানিকর। সিলেটের কিউরেটর হিসেবে সঞ্জীব আগারওয়াল এতদিন কাজ করেছেন। তিনি থাকা অবস্থাতেই এসেছেন প্রবীণ।

আউটার স্টেডিয়ামে আজই হবে নারী এশিয়া কাপের শেষ ম্যাচ। এই মাঠের পিচগুলো ছিল স্পিনারদের স্বর্গরাজ্য। মূল মাঠেও যেন তেমন না হয়, সেই চেষ্টা চালাতেই প্রবীনকে আনা হয়েছে বলে জানা গেছে।

যদিও বিসিবি কর্মকর্তাদের দাবি, আগে থেকেই আসার কথা ছিল প্রবীণের। তিনি এসেই ব্যস্ত হয়ে পড়েছেন সিলেটে। মূল মাঠে কর্মীদের বোঝাতে দেখা যায় তাকে। এখন দেখার বিষয় মূল মাঠও স্পিনারদের স্বর্গরাজ্য হয় নাকি স্পোর্টিং পিচ।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।