ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টস জিতে বাংলাদেশ বোলিংয়ে, একাদশে নেই সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২২
টস জিতে বাংলাদেশ বোলিংয়ে, একাদশে নেই সাকিব

ত্রিদেশীয় সিরিজের ফটোসেশনে ছিলেন না সাকিব আল হাসান। বিসিবি ব্যাখ্যা দিয়ে জানিয়েছিল, ভিসা জটিলতায় থাকতে পারেননি টি-টোয়েন্টি অধিনায়ক।

এবার প্রথম ম্যাচের একাদশেও নেই তিনি।

তাকে ছাড়াই সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক নুরুল হাসান সোহান।

না খেললেও নিউজিল্যান্ডেই আছেন সাকিব। গতকাল ক্রাইস্টচার্চে পৌঁছেছেন তিনি। আজ খেলানো হচ্ছে না তাকে। পরের ম্যাচে সাকিবকে পাওয়ার আশার কথা জানিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক সোহান। সাকিব না থাকায় খেলছেন নাসুম আহমেদ। দলে ফিরেছেন পেসার হাসান মাহমুদ।

পাকিস্তান একাদশ : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, হায়দার আলী, আসিফ আলী,  মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ, শাহনেওয়াজ দাহানি

বাংলাদেশ একাদশ : নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।

বাংলাদেশ সময়: ০৭৪৮ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।