ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের ভাবনায় প্রতিপক্ষ নেই

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২২
বাংলাদেশের ভাবনায় প্রতিপক্ষ নেই জালাল ইউনুস।

হারের বৃত্তে থেকে বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। সোমবার সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে সাকিব আল হাসানের দল।

ব্রিসবেন ছেড়ে এই ম্যাচ খেলতে ইতোমধ্যে হোবার্টে পৌঁছেছে বাংলাদেশ।

সুপার টুয়েলভে ভারত-পাকিস্তানের মতো দলের সঙ্গে খেলতে হবে টাইগারদের। এর সঙ্গে আছে প্রথম পর্ব পাড় করে আসা নেদারল্যান্ড, জিম্বাবুয়েও। টিম ম্যানেজম্যান্টের পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে, প্রতিপক্ষ ভাবনায় নেই দলের। অস্ট্রেলিয়ায় থাকা ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস সাংবাদিকদের বলেছেন, ‘আমি যেটা বলবো সেটা হল ওদের (ক্রিকেটারদের) যে ব্রিফিংগুলো হচ্ছে, গেইমপ্ল্যানগুলো হচ্ছে সেখানে তারা প্রতিটি দলকেই সিরিয়াসভাবে নিচ্ছে। এখন তাদের মাথায় ছিল না কে আসবে (বাছাই পর্ব পেরিয়ে)। নেদারল্যান্ডস হোক অথবা অন্য কোন দল থাকতো পারতো, শ্রীলঙ্কা হতে পারতো। সেটা যাই হোক, তারা মনে করছে যে প্রতিপক্ষই হোক তারা খুবই সিরিয়াস। ’

সব প্রতিপক্ষকেই শক্তিশালী মনে করেন জানিয়ে জালাল বলেছেন, ‘আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো এই পর্বে যারা কোয়ালিফাই করেছে তারা সবাই খুবই সামর্থ্যবান এবং খুব শক্তিশালী দল। তারা সেখানে প্রমাণ দিয়ে এসেছে। ’ ‘আপনি দেখুন, যতগুলো সহযোগী দেশ খেলেছে এখানে নামিবিয়া, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস, জিম্বাবুয়ে, তারা কিন্তু এই ফরম্যাটে খুব ভালো করেছে। তাদের পারফরম্যান্স খুবেই ভালো ছিল। বাছাই পর্বে আপনারা সবাই খেলা দেখেছেন। প্রতিটি ম্যাচেই কিন্তু লড়াই হয়েছে। ’

বাংলাদেশ সময় : ২০১৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২২
এমএইচবি/ এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।