ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৩
সীতাকুণ্ডে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম: সীতাকুণ্ডে একটি নির্মাণাধীন পাঁচতলা ভবনে রংয়ের কাজ করার সময় পড়ে গিয়ে সম্রাট (৩০) নাম এক শ্রমিকের মৃত্যু হয়েছে।  

শনিবার (৭ জানুয়ারি) সকালে সীতাকুণ্ড উপজেলার শীতলপুর এলাকার কেশবপুর গ্রামে একটি আবাসিক ভবনে এ দুর্ঘটনা ঘটে।

সীতাকুণ্ড থানার উপ পরিদর্শক (এসআই) খুরশিক আলম বাংলানিউজকে বলেন, পাঁচতলা ভবনের বাইরে রংয়ের কাজ করার সময় অসাবধানতাবশত সম্রাট নামে ওই শ্রমিক নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে  চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হলে।

কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ওই শ্রমিকের নাম জানা গেলেও এখনও পরিচয় ঠিকানা মিলেনি। তবে তার বাড়ি নোয়াখালী বলে জানতে পেরেছি। বাড়ি থেকে তার আত্মীয় স্বজনরা আসছে। তারা আসলে পুরো ঠিকানা পাওয়া যাবে।  

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।