ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মাদক মামলায় ৩ যুবকের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৩
মাদক মামলায় ৩ যুবকের কারাদণ্ড

চট্টগ্রাম: নগরের আকবরশাহ থানার একটি মাদক মামলায় তিন যুবকের ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।  

সোমবার (৯ জানুয়ারি) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।

 রায়ের সময় আদালতে আসামিরা অনুপস্থিত ছিলেন।  

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, কক্সবাজার জেলার টেফনাফ থানার আব্দুর রহিম রুবেল (২৪), জোবায়ের (২৩) ও মো. বাহাদুর (২২)।

মামলার নথি থেকে জানা যায়, নগরের আকবরশাহ থানার সিটি গেইট এলাকা থেকে ২০১৭ সালের ২৯ মার্চ ওই ৩ যুবককে আটক করে পুলিশ। এসময় তাদের শরীরে তল্লাশি করে এক হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায়  আকবরশাহ থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আবছার বাদী হয়ে মামলা করেন। একই বছরের ২৭ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা আকবরশাহ থানার উপপরিদর্শক (এসআই) জসীম উদ্দীন আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালতে এ মামলায় ৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

আদালতের বেঞ্চ সহকারী মো. ওমর ফুয়াদ বাংলানিউজকে বলেন, মাদকের মামলায়  আব্দুর রহিম রুবেল, জোবায়ের ও মো. বাহাদুর নামের তিন আসামিকে ৫ বছর সশ্রম কারাদণ্ড, অনাদায়ে ৫ হাজার টাকা জরিমানা ও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামি তিনজনই আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।