ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মাদকের মামলায় যুবকের যাবজ্জীবন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
মাদকের মামলায় যুবকের যাবজ্জীবন 

চট্টগ্রাম: কর্ণফুলী থানার মাদক মামলায় মো. তানভীর (৩৮) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  

বুধবার (১১ জানুয়ারি) ৫ম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ নারগিস আক্তারের আদালত এ রায় দেন।

রায়ের সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড উত্তর রুমালিয়াছড়া বোরহান মাস্টার বাড়ির মো. মফিদুল আলমের ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী ফরিদ আহম্মেদ বাংলানিউজকে বলেন, মাদকের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি মো. তানভীরকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সেইসঙ্গে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের দেওয়া হয়। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।  

মামলার নথি থেকে জানা যায়, কর্ণফুলী থানার শিকলবাহা এলাকা থেকে ২০২০ সালের ১২ সেপ্টেম্বর মো. তানভীরকে আটক করে র‌্যাব-৭। এসময় তার শরীরে তল্লাশি করে ৪৯ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। র‌্যাব-৭ এর তৎকালীন হাটহাজীর ক্যাম্পের ডিএডি মো.সিরাজুল ইসলাম বাদী হয়ে কর্ণফুলী থানায় মামলা করেন। ২০২১ সালের ১৪ ডিসেম্বর আসামির বিরুদ্ধে আদালতে চার্জগঠন করা হয়।  এই মামলায় আদালতে ৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।