ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

এমপিওভুক্ত হলো চট্টগ্রামের ৮ শিক্ষাপ্রতিষ্ঠান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৩
এমপিওভুক্ত হলো চট্টগ্রামের ৮ শিক্ষাপ্রতিষ্ঠান ...

চট্টগ্রাম: চট্টগ্রাম বিভাগের আটটি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের তিনটি আদেশে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করা হয়।

এর মধ্যে দুটি কলেজ, দুটি মাদ্রাসা ও চারটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এমপিও শাখার উপ-সচিব সাজ্জাত হোসেন স্বাক্ষরিত তিনটি অফিস আদেশে এ তালিকা প্রকাশ করা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো- পাহাড়তলীর চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রিমিয়ার কলেজ, চকরিয়া সিটি কলেজ, সীতাকুণ্ডের নুরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা, বন্দরের মাদ্রাসা-এ তাইবিয়্যা ইসলামিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসা, রাউজানের কদলপুর আইডিয়াল হাইস্কুল, সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী হাইস্কুল, কক্সবাজারের কলাতলী আদর্শ হাইস্কুল, চকরিয়ার শহীদ আবদুল হামিদ উচ্চ বিদ্যালয়।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৩ 
বিই/টিসি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।