ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাড়ে ৫ লাখ নতুন ভোটার চট্টগ্রামে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
সাড়ে ৫ লাখ নতুন ভোটার চট্টগ্রামে ...

চট্টগ্রাম: ভোটার তালিকা হালনাগাদে চট্টগ্রামে নতুন ভোটার বেড়েছে সাড়ে ৫ লাখ। এর মধ্যে সবচেয়ে বেশি ভোটার বেড়েছে চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায়।

নির্বাচন কমিশনের হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী, চট্টগ্রামে নতুন ভোটার সংখ্যা ৫ লাখ ৫০ হাজার ৭৪৫ জন। এর মধ্যে বাঁশখালীতে ভোটার বেড়েছে ৫০ হাজার ৭৫৫ জন।

ফটিকছড়িতে ৪৪ হাজার ৯৮৩ জন, সাতকানিয়ায় ৪০ হাজার ৩৭৮ জন, মীরসরাইয়ে ৩৬ হাজার ৩৩ জন, পটিয়ায় ৩১ হাজার ৩৮০ জন, হাটহাজারীতে ৩০ হাজার ৯৯০ জন, রাঙ্গুনিয়ায় ৩০ হাজার ৭০০ জন, সীতাকুণ্ডে ২৫ হাজার ৯৬৯ জন, আনোয়ারায় ২৫ হাজার ৮৪০ জন, লোহাগাড়ায় ২৪ হাজার ৫৭৪ জন, রাউজানে ২২ হাজার ২৪২ জন, সন্দ্বীপে ২২ হাজার ১৪৬ জন, চন্দনাইশে ২০ হাজার ১৬৭ জন, বোয়ালখালীতে ১৮ হাজার ৬৭৩ জন এবং কর্ণফুলীতে ১১ হাজার ৮১৬ জন।

এছাড়া নগরে সবচেয়ে বেশি ভোটার বেড়েছে ডবলমুরিং থানায়। এ থানায় নতুন ভোটার সংখ্যা ২৩ হাজার ৮৮ জন। পাঁচলাইশ থানায় ভোটার বেড়েছে ২১ হাজার ৬৬৭ জন, চান্দগাঁওয়ে ২১ হাজার ৬১৬ জন, পাহাড়তলীতে ১৬ হাজার ৭২৪ জন, বন্দর থানায় এলাকায় ১৬ হাজার ৪৭৩ জন এবং কোতোয়ালী থানায় ভোটার বেড়েছে ১৪ হাজার ৫২২ জন।

প্রসঙ্গত, চট্টগ্রামে এর আগে ভোটার সংখ্যা ছিল ৫৯ লাখ ৮৯ হাজার ২৩৫ জন। হালনাগাদসহ বর্তমানে চট্টগ্রামে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ লাখ ৩৯ হাজার ৯৮০ জন।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা,  জানুয়ারি ১৬, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।