চট্টগ্রাম: রাতের আধারে আইন অমান্য করে টিলা ও ফসলি জমির উপরিভাগের মাটি কাটায় আব্দুল হালিম নামের এক যুবককে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে উত্তর কলাউজান নেজামুদ্দিন মুন্সি পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান বাংলানিউজকে বলেন, রাতের আধারে ফসলি জমির মাটি কাটার অপরাধে এক যুবককে দেড় লাখ টাকা জরিমানা প্রদান করা হয়। এছাড়া এ ধরনের বিধি বহির্ভূত কাজ করবে না মর্মে অঙ্গীকারনামা প্রদান করেন তিনি।
তিনি আরও বলেন, এছাড়াও রেজিষ্ট্রেশন বিহীন গাড়ি চালানোর দায়ে দিদার নামে এক যুবককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
বিই/পিডি/টিসি