ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হাজারী লেনে ৪০ লাখ টাকার অনিবন্ধিত ওষুধ জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
হাজারী লেনে ৪০ লাখ টাকার অনিবন্ধিত ওষুধ জব্দ ...

চট্টগ্রাম: নগরের ওষুধ মার্কেট হাজারী লেনে অভিযান চালিয়ে প্রায় ৪০ লাখ টাকার অনিবন্ধিত ওষুধ জব্দ করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত ও আব্দুল্লাহ আল মামুন।

অভিযানে ৩টি ফার্মেসিতে ফিজিশিয়ান স্যাম্পল রাখায় সর্বমোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর হাজারী লেনের ছবিলা কমপ্লেক্সে ঢুকতেই সকল ফার্মেসি বন্ধ করে দেন মালিকরা।

পরে নগরের কোতোয়ালী থানা পুলিশের একটি দল অভিযানে যোগ দেয়। ছবিলা কমপ্লেক্সের তৃতীয় তলার একটি এবং চতুর্থ তলার একটি গোডাউনের তালা ভেঙ্গে দুই গোডাউন থেকে প্রায় ৪০ লাখ টাকার অনিবন্ধিত ওষুধ পাওয়া যায়।  

অভিযানে ঔষধ প্রশাসন অধিদফতর চট্টগ্রামের সহকারী পরিচালক শাখাওয়াত হোসেন আকন্দ রাজু উপস্থিত ছিলেন।  

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বাংলানিউজকে বলেন, হাজারী লেনে অভিযান চালিয়ে প্রায় ৪০ লাখ টাকার অনিবন্ধিত ওষুধ জব্দ করা হয়। জব্দকৃত ওষুধগুলো বিনষ্ট করা হয় এবং ফিজিশিয়ান স্যাম্পলগুলো চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।