ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

যানজট ও দুর্ঘটনা এড়াতে অভিযান, জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
যানজট ও দুর্ঘটনা এড়াতে অভিযান, জরিমানা

চট্টগ্রাম: হাটহাজারীতে যানজট ও দুর্ঘটনা রোধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় ৫ মামলায় ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

বুধবার (১৮ জানুয়ারি) দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত উপজেলার বড়দিঘীর পাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।  

জানা গেছে,  অভিযানে সড়ক পরিবহন আইন ২০১৮ ও দন্ডবিধি ১৮৬০ এর বিভিন্ন ধারায় ৫টি মামলায় ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 

উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলমের নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন হাটহাজারী মডেল থানা পুলিশ ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসান জামান বাচ্চুসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বাররা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম বাংলানিউজকে বলেন, মহাসড়কে যানজট, দুর্ঘটনা ও অপঘাতে মৃত্যু হ্রাস করতে পদক্ষেপ গ্রহণের জন্য জেলা প্রশাসক স্যারের কঠোর নির্দেশনা রয়েছে। এর প্রেক্ষিতে হাটহাজারীতে মহাসড়কের বিভিন্ন স্থানে যানজট সৃষ্টিকারী যানবাহন ও স্থাপনা সরিয়ে নিতে মাইকিং করা হয়। তারপরও সরিয়ে না নেওয়ায় এ অভিযান পরিচালনা করা হয়।  

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।