ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পিকআপের ধাক্কায় প্রাণ গেলো যুবকের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
পিকআপের ধাক্কায় প্রাণ গেলো যুবকের

চট্টগ্রাম: ফটিকছড়িতে ইটবাহী পিকআপ ভ্যানের ধাক্কায় মুহাম্মদ নাছির (২৩) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১১টার দিকে ফটিকছড়ির ভূজপুর থানার বাগানবাজার ইউনিয়নের চিকনছড়া সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুহাম্মদ নাছির (২৩) দাঁতমারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গ্রাম পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।  

দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) নাজমুল কবির বাংলানিউজকে বলেন, ইটবাহী একটি পিকআপ ভ্যান খাগড়াছড়ির রামগড়ের দিকে যাচ্ছিল।

এসময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলে পিকআপটি ধাক্কা দিলে মোটরসাইকেলের দুই যাত্রী সড়কে ছিটকে পড়ে যান। পরে তাদের উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত যুবকের মরদেহ পরিবারের অনুরোধে বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত আরেকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।