ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাতকানিয়ায় যুবলীগ নেতার বাড়িতে গুলি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
সাতকানিয়ায় যুবলীগ নেতার বাড়িতে গুলি

চট্টগ্রাম: সাতকানিয়া উপজেলা যুবলীগের সাবেক সদস্য শাকিল আহমেদের বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় কয়েকরাউন্ড গুলিও করে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

 

শুক্রবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের পূর্ব গাটিয়াডেঙ্গা গ্রামের মুন্সী বাড়িতে এ ঘটনা ঘটে।  

ঘটনার বিষয়ে যুবলীগ নেতা শাকিল আহমেদ বাংলানিউজকে বলেন, রাতে শহর থেকে গাটিয়াডেঙ্গা বাড়ি এসেছি।

রাতে বিকট শব্দে হঠাৎ ঘুম ভেঙ্গে গেলে পাশের রুমে মায়ের চিৎকার শুনতে পাই। ছুটে গিয়ে দেখি জানালার কাঁচ ভাঙা। ঘটনার আকস্মিকতা বুঝে উঠতে না পেরে ভয়ে পেয়ে যাই। বিষয়টি সঙ্গে সঙ্গে সাতকানিয়া থানার ওসিকে ফোন করে অবহিত করি। কিছুক্ষণ পর ঢেমশা তদন্তকেন্দ্র থেকে পুলিশ এসে বাড়ির বাহির থেকে গুলির খোসা উদ্ধার করেন।  

তিনি আরও জানান, এই পরিস্থিতিতে আমি এবং আমার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছি। দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।  

ঘটনার বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য না করে ঢেমশা তদন্তকেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ ওমর সাতকানিয়া থানার ওসি ইয়াসির আরাফাতের সঙ্গে যোগাযোগ করতে বলেন।  

পরে ওসি ইয়াসির আরাফাতকে একাধিকবার  মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেনি।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।