ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামের নতুন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মহিউদ্দীন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
চট্টগ্রামের নতুন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মহিউদ্দীন

চট্টগ্রাম: চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পদে দায়িত্ব পেয়েছেন  ডা. মো. মহিউদ্দীন।  

সোমবার (২৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র মো. আলমগীর কবীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ পদে যোগদানের আদেশ দেওয়া হয়।

এর আগে তিনি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ছিলেন। এ ছাড়া ডা. মো. মহিউদ্দীন কক্সবাজার জেলা সদর হাসপাতাল, কক্সবাজার মেডিক্যাল কলেজ, কেন্দ্রীয় ওষুধাগার, ফৌজদারহাট বক্ষব্যাধি হাসপাতালে দায়িত্ব পালন করেছেন।

একই প্রজ্ঞাপনে বর্তমান পরিচালক ডা. মো. সাখাওয়াত উল্যাহকে ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসিয়াস ডিজিসসে (বিআইটিআইডি) বদলি করা হয়।

এর আগে গত বছরের ১৭ জুলাই বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবিরকে ঢাকায় স্বাস্থ্য অধিদফতরের জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক পদে পদায়ন করা হলে তাঁর স্থলাভিষিক্ত হয়েছিলেন দফতরের উপ-পরিচালক ডা. মো. সাখাওয়াত উল্যাহ।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।