ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মোবাইল নিয়ে ব্যস্ত যুবক, ট্রেনে কাটা পড়ে মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
মোবাইল নিয়ে ব্যস্ত যুবক, ট্রেনে কাটা পড়ে মৃত্যু 

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের পাহাড়তলীর আমবাগান এলাকায় ট্রেনে কাটা পড়ে যুবকের (২২) মৃত্যু হয়েছে। ওই যুবক মোবাইলফোন নিয়ে ব্যস্ত থাকায় এ দুর্ঘটনা বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

 

রোববার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের পরিচয় এখনও জানা যায়নি।

 

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম বাংলানিউজকে বলেন, সন্ধ্যায় রেল লাইনে বসে ওই যুবক মোবাইল নিয়ে ব্যস্ত ছিলেন। এ সময় একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এখনও নিহতের পরিবারের খোঁজ জানা যায়নি।  মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে রাখা আছে। পরিবারের খোঁজ পেলে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
বিই/এসআরএস/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।